আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ৯

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. বিকাল ৩ বেজে ৫২ মিনিট। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে! টিপ টিপ..টিপ টিপ.. আকাশটা মেঘলা। আমি ভিতরে বসে কাজ করছি..খুউব খউব ইচ্ছে করছে এক দৌড়ে বাইরে গিয়ে বৃষ্টি তে ভিজি :-) কিংবা মুক্ত বেহন্গের মত আকাশে উড়ি.. কিন্তু পারছি না.. Instead এখানে কম্পিুটার,ফোন আর মাইক্রফোনের সামনে চুপচাপ বসে থাকতে হচ্ছে :-( বসে তো আছি কিন্তু মনকে কি আর এই চার দেয়ালের মাঝে আটকে রাখা যায়? মন তো উন্মুক্ত! সেতো এখন ঐ কালো কালো মেঘের পাশে ভেসে বেড়াচ্ছে..যেখানটায় কেউ তাকে ছুতে পারবে না। একটা গানের কথা মনে পরছে! শুনতে পারছি না যদিও এই মূহুর্তে.. দেখেছো কি তাকে ঔ নীল নদীর ধারে.. বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বারায়.. মেঘের আঁড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়.. http://www.youtube.com/watch?v=07hkngAzz0E ----------------------------------------------------------------- রাত ২ টা বেজে ৩৪ মিনিট। ঘুম আসছে না..ঘুমানো উচিত।

হয়তো একটু পরে সেহেরি খেয়ে ঘুমাবো! বেশ ক্লান্ত লাগছে..সারাদিন কাজ.. শেষে অবশ্য টাবিল টেনিস খেললাম! তাতে কি আমি পারি না! কিন্তু খেলতে কিন্তু বেশ মজা! ভাবছি শিখে ফেলবো কিনা! আমার বাসার ঠিক পেছনেই সবাই খেলতে আসে! আর আমি এত কাছে থেকেও যাই না! আজকেও যেতাম না যদি না ওরা সবাই আসতো আর কাল রাতের ঘটনা টা ঘটতো! অসম্ভব রকমের মেজাজ খারাপ হচ্ছিল! রাগে গা কিরমির করছিল! অনেক আগের এক ঘটনায় ফিরে গিয়েছিলাম..তখন ক্লাস নাইনে পড়ি। গার্লস স্কুল ছিল। একবার স্যার রা মিলে আমাদের বৃত্তির টাকা দেয়া বন্ধ করে দিল। বললো এই টাকা থেকে নাকি রেজিস্ট্রেশন ফি কেটে রাখা হবে! শুনে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। কোনো রকমের নোটিশ ছারাই এমন করে কেমন করে? আর তাছাড়া আমাদের কারোরি এমন অবস্থা ছিল না যে রেজিস্ট্রেশন ফি দিতে পারতো না! তারপর ও কেন বৃত্তির টাকাই কেনো নেয়া হবে মাথায় ঢুকছিল না! নাকি তারা ভাবছিল যে ছোট স্কুল আর বৃত্তি পাবা মেয়েও তো মাত্র কয়েকটা! ওরা আবার কি করবে! তখন একবার রুখে দারিয়ে ছিলাম! সেবার ই প্রথম এবং শেষ বারের মত প্রিনসিপালের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল! ভয় লাগছিল না একটুও! কারন আমি জানতাম আমি ঠিক! আমরা ঠিক! স্যার শুধু বলেছিলেন.." শুধু তুমি মেনে নিলেই হয়।

ওরা বলছে তুমি ঠিক হলেই সব ঠিক! " আমি শুধু বলেছিলাম " স্যার আমি মানবো না! এটা আমার প্রাপ্য! আমি চাই। রেজিস্ট্রেশন ফি এর সাথে এর কোনো রেলেশন নেই। অন্যরা মানলেও আমি মানবো না। " এ তো ছিল সেই কবেকার কথা! কিন্তু সে যাই হোক... অবশেষে যাহা চেয়েছি তাহাই হয়েছে."জয় বাংলা"!!! আজ ও তাই ঘটলো :-) মনটা ভালো আছে গেরিলা মুভির ডায়ালগ টা পেয়ে বসছে! ভালো কিছু হলেই এখন "জয় বাংলা" বেরোয় মুখ দিয়ে! অবশ্য আরো কিছু নতুন শব্দ শিখছি.. যেমন..1) "জ্বী ওয়"..মানে "হ্যা" 2)"কোপ কোপ"...মানে হচ্ছে "জটিল"! ( ) 3)"DGM" মানে দুরে গিয়ে মর! এগুলো মুভি থেকে না! জীবন থেকে শেখা :-) আচ্ছা অনেক বকর বকর করা হলো! এবার গিয়ে খানা খাই এবং তারপর ঘুমাই :-) বাই বাই ...টা-টা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।