আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনিলিপি ৪

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. মন আজ খুব খুব খুবই ভালো কাল থেকে ভ্যাকেশন শুরু লাস্ট ডে কাজ করছি খুব ভালো মুডে আছি..কি যে করব তাই বুঝতে পারছি না আচ্ছা সে যাই হোক..আসল কথায় আসি..আজকে মন ভালো হবার আরও কারন আছে...আর তা হল..কাল রাতে আমি আমার প্রায় সবগুলো হাইস্কুল ফ্রেন্ড গুলোকে ফেসবুকে খুজে পেয়েছি এত অবাক লেগেছে সবাইকে দেখে...সবাই কেমন বড় হয়ে গেছে..কেউ কেউ বিয়ে করে ফেলেছে...আমাদের ক্লাসে রিতা নামে একটা মেয়ে ছিলো..রিতার কথা যতটুকু মনে পড়ে আমার...ও অসম্ভব সুন্দর একটা মেয়ে ছিলো..আর পড়াশুনায় ভালো ছিলো..একবার সে দ্বিতীয় হলো পরীক্ষায় আর তাতে তার কি কান্না!!! অনেক মুডিও ছিলো..সে নিজে জানতো যে সে খুব সুন্দরি এবং ভালো স্টুডেন্ট..সবার সাথে কথা বলতো না..আমি তখন মাএ ঐ স্কুলে অ্যাডমিশন নিলাম..আমার আগের স্কুলে আম্মু টিচার হবার কারনে সবাই খুব আদর করত..সব স্টুডেন্টরা ভালো ব্যবহার করত..কিন্তু নতুন স্কুলে এসে..রিতার এই ভাবসাব দেখে ভড়কে গিয়েছিলাম...অন্য সব মেয়েরা যখন ওর পেছন পেছন ঘুরতো তখন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চৈতি ওর সাথে কথাও বলতাম না... পরে অবশ্য ক্লাস টেনে উঠে সব উল্টে পাল্টে গেলো..রিতা আর বরাবরের মত ফার্স্ট রইলো না.. আজ এতগুলো বছর পরে সেই মেয়েকেও ফেসবুকে পেলাম!!! কিন্তু দুঃখের বিষয় হলো..সেই সুন্দরি স্লিম রিতা আর আগের মত নেই কেমন গাপলুস গুপলুস হয়ে গেসে দেখে না হাসি পাচ্ছিলো..একটা এ্যাড এর কথা মনে পড়ছিলো..লাইফ গেটস ইউ ফার্স্ট আরেকজনের কথা বলি..? আচ্ছা বলি লাবনী লাবনী নামটা সুন্দর না? আমার খুব পছন্দের একটা নাম.. লাবনী আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলো..রিমু,রাফি আর লাবনী অনেক মজা করেছি..মনে করলে এখনও হাসি পায়..মেহেদী নামে একটা ছেলে ছিলো যে কিনা আমি যখন ক্লাস সেভেন এ পড়ি তখন সাত সাতটা প্রেমপএ লিখেছিলো আমাকে অবশ্য অগুলো দু এক লাইনের চিঠি..আই লাভ ইউ..আমি তোমাকে ছারা বাঁচব না এরকম..এগুলোকে চিরকূট বললে মনে হয় ঠিক হবে! অনেক জালিয়েছিলো ছেলেটা..আমি যখন দেশের বাইরে চলে আসি সে এয়্যারপোর্ট এও এসেছিলো তার লাস্ট চিঠি টা নিয়ে..কিন্তু মেজাজ আমার তখন চরমে!! আর কতো সহ্য করা যায়!! নেই নি আমি আর কোনো চিঠি যাই হোক কাল রাতে দেখি..লাবনী আর এই ছেলেটা বিয়ে করে ফেলেছে একসাথে তাদের ছবি দেখে আমি তো হা করে তাকিয়ে ছিলাম.. সবাইকে ফ্রেন্ড রেকয়েস্ট পাঠিয়েছি রাত ১২ টা পর্যন্ত ফেসবুকিং করে গেলাম বাডমিন্টন খেলতে..রাতের বেলা বাডমিন্টন খেলার মজাই আলাদা..শুধু মাঝে মাঝে পাশের বাড়ির স্পানিশ মহিলাটা যখন চোখ রাঙায় তখন একটু খারাপপ লাগে এই যা ..বাকি সব ঠিক আছে..স্কুল শেষ..আব্বু আম্মু ও কিছু বলতে পারে না খেলা শেষে প্রতিরাতে হাসি আর ঠাট্টার মাঝে আমি ভাইয়া আর আমি আর তুলতুলা বাসায় যখন ফিরি তখন রাত ২টা বেজে যায়..আর তারপর ঘুমাতে গিয়ে একটা বেজায় মজার স্বপ্ন দেখলাম স্বপ্নটা এমন.. আমার এক খালামনি আছে..খুব রিলিজীয়াস...হিজাব পরে..আমি দেখলাম..সে মিনি স্কার্ট পরে..মাথায় একটা হ্যাট পরে..সাকিরার ওয়্যাকা ওয়্যাকা গানটা গাইছে....দেখে আমি স্বপ্নেও হাসছিলাম..ঘুম থেকে উঠেতো হাসতে হাসতে শেষ.. আচ্ছা আজ এ পর্যন্তই ..পরে আবার দেখা হবে বাই বাই .. টা টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।