আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ১০

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. লিখতে লিখতে ১০ টা দিনলিপি হয়ে যাচ্ছে..হয়তো সামনে আরো হবে :-) আজকের দিনটা অনেক লম্বা ছিল। সেই সকাল ৬ টা থেকে শুরু..এখন রাত ১২ টা বাজে! এখনো চলছে তো চলছেই..রেল গাড়ির মত ধীরে ধীরে..ঘুমানো দরকার। কাল কাজ আছে! কিন্তু ঘোড়ার ডিম "ফোন" ইন্টারভিউ এর জন্য একটু প্রিপারেশন ও নেই নি :-( এখানকার এন্টারভিউয়ার রা মাশাআল্লাহ! কত ধরেনের যে ইন্টারভিউ নিবে! সামনা সামনি একটা দিয়ে আসছি..তাতে হয়নি! এখন আবার ফোনে কথা বলতে হবে! কাজ দিলে দিবা না দিলে নাই! এত ঢং ভালো লাগে না! আজকের দিনটা তো গেলোই এখন কালকের সকালের নারভ্যাস নেস এর জন্য রাতের ঘুম তাও বোধহয় গেলো :-( ----------------------------------------------------------------------- লেখাটা এতটুকু লিখে বাইরে চলে গিয়েছিলাম। আজকাল রাতের বেলা ভাইয়া আর তুলতুলার সাথে হাটতে না বেরোলে যেন মনে হয় কিছু একটা করা হয় নি। মনের মধ্যে খুত খুত করতে থাকে।

তবে আমার দুইটা প্রতিশোধ নিতে হবে! দুই দুই বার আমাকে ভয় দেখানো হয়েছে!! এবার আমার পালা! এভাবে আর সহ্য করা যায় না খুব শিগগিরি একটা ব্যবস্থা করব এই দুজনের! ভালো একটা সুযোগের অপেক্ষায় আছি! সেদিন ফ্যায়ার ওয়্যার্ক দেখে বাসায় আসার পথে দেরি হবায় এমনিতেই ভয়ে ছিলাম তার উপর এদের এই নির্মম অত্যাচার!! একটা ভালো প্লান দরকার আমার! হুঁমমম প্লানিং!!.. কাল আমার মন বোধহয় একটু খারাপ ছিল..একটু না বেশ খানিক! কিন্তু কি করব..জীবনের সব কিছু তো আর আমাদের হাতে নেই। কিছু কিছু জিনিস বিধাতার ইচ্ছার উপরেই নির্ভর করে আর করবে চিরকাল। তবুও কষ্ট টা থেকে যায় বুকের মাঝে। চাপা কষ্ট। কিছু কিছু সত্য যেন জেনেও আমরা ভান করি না জানার!নিজের সাথে প্রতিনিয়ত অভিনয় করে যাই।

জীবনটা সবার জন্য ফেয়ার নয়। মন ভালো না লাগলে মন খারাপের গান শুনতে বেশ লাগে। বাপ্পার পরি গানটা আমার ফেভারেট মন খারাপের গান এই মুহুর্তেও শুনছি! অবশ্য! এখন এটা আমার শোনার কথা নয়। আজ সকালে মন খুব খুব ভালো ছিল..এত ভালো যে যখন ছিটি হল থেকে ৬ ট্রেন নিয়ে বাসায় ফিরছিলাম তখন আপন মনে হাসছিলাম। সামনের সাদা লোকটা আর পাশের স্পানিশ মেয়েটা হ্যা করে তাকিয়ে ছিল।

কিন্তু তাতে কি? আপন মনের হাসি আমি আপন মনে করেই হাসছিলাম.. এমন কি সাবওয়ে দিয়ে হাটার সময় আইফোনের আপবীটের গান গুলো প্রতিবারের মত স্কিপ করে দেই নি..শুনছিলাম আর তার তালে তালেই হাটছিলাম.. কাল রাতের বিশদের কথা যেন মনেই ছিল না! সুন্দর সকালটা নতুন দিকের সূচনা রচনা করে গিয়েছে :-) একটা লেখা শুরু করেছিলাম কিন্তু শেষ আর করতে পারছি না..ধরতেই সময় পাচ্ছি না! সময়গুলো কেমন উরে উরে যাচ্ছে! আর আমি যেন তার পেছনে ছুটে চলছি তো চলছিই..এ চলার শেষ নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।