আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ২

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. এই মাত্র খেয়ে এলাম..বৃষ্টির দিনে খিচুরি খাবার মজাই আলাদা! আজ সকালে যখন আম্মু বলছিলো আজ কি রান্না করা যায়..আমি তখন বাইরে একবার তাকিয়েই বলছিলাম ..এমন দিনে খিচুরি ছারা আর কিছু মানয়! আম্মু হেসে ফেললো..যেই কথা সেই কাজ..কলেজ থেকে এসে দেখলাম টেবিলে সব রেডি আম্মুরা এতো সুইট হয় না চুপ চাপ লাপটপ টা অন করে বসলাম..১০ টা বেজে ১৫ মিনিট!..কিছু ম্যাথ হোমওয়্যার্ক করার কথা কিন্তু করতে একটুও মন চাইছে না..তাই লিখতে বসলাম আজকের দিনটার কথা যদি বলতে হয় ..শুধু হাসি পাচ্ছে আমার..এমন কখনো হবে ভাবিনি..এত চেনা জানা..এত কথা বলা..তবুও যখন সামনা সামনি তখন কোনো কথা বের হয় না মুখ দিয়ে!..অবাক লাগে ..একটা দৃশ্য মনে মনে দেখছি..আজকাল আমি একটু বেশি বেশি দৃশ্য কল্পনা করছি ... ঐ পাহাড়ে মনটা হঠাৎ বলে উঠলো..দুরবন্ধু চলো তোমার সাথে গল্প করি আজ আজ শুধু কথা আর মেঘের ভেলায় বসে শুনব বৃষ্টি নূপুর ... আর এই পাহাড়ের মনটা এতই অবাক হলো যে..বুঝতে পারলো না কি করা উচিত ..দরজা-জানালা কি খুলে দিবে? নাকি বন্ধই করে রাখা উচিত হবে! সে ভাবছে..যদি বৃষ্টি নূপুর শোনা হলে ঐ মনটা চলে যায় ঐ পাহাড়ে? এই পাহাড়ের মনটা ভয় পাচ্ছে একটু বেশি ভাবুক টাইপ হয়ে গেলো না? হাহাহা..আজকে একজন বলছিলো আমাকে নাকি দেখে মনে হয় না আমি গ্রাজুয়েশন করছি দু-দিন পর! আমি নাকি এখনো পিচ্চিই আছই!! আজব না?? এই কথা কেন সব সময় শুনতে হয়?? আজ এই সেমিস্টার এর লাস্ট ডে ছিলো..আমার ফেভারেট প্রফেসর কে বলছিলাম.. : Prof. I am gonna miss you : really ?? h do u kno u r gonna miss me? i m gonna fail u n make sure u come bk to my class again : R u serious i am gonna bring u lots of chocolate ( he loves chocolate) : umm let me think .....okey bt bring me da swiss chocolates : Sure! i will....Prof. i m graduating this sem so u r gonna give a good grade ryt?? : yah! Y nt! B for beautiful : no. Prof...A for awesome : hahaha...first take the final exam first then i will think abt it তার পর ক্লাস থেকে বেরিয়ে এলাম..আসলেই খারাপ লাগছিলো..এই প্রফেসরটা সব সময় আমাদের হাসাতো! হিস্টরি যে এত ইন্টারেসটিং হতে পারে তা আমি এর ক্লাসে না আসলে হয়তো বুঝতাম ও না আজ এ পর্যন্তই কাল আবার কথা হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।