আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের চিঠি ২

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. তোমাকেই, কেমন আছো? ভালো আছো নিশ্চই। কি করো? অবশ্য জেনেও বা কি করবো! তুমি তো সেই দুর পাহারের দেশে! দুরেই থাকো! .. অনেক দিন পর চিঠি লিখতে বসলাম। জানো একটা গান শুনছি.. মন.. মন হাওয়াই পেয়েছি তোর নাম. .মন হাওয়াই হারিয়ে এলাম.. গানটার কথার সাথে যেন মিলে যাচ্ছে সব কিছু এই মূহুর্তে..মনে হচ্ছে সত্যিই মন হারিয়ে এসেছি হাওয়ায়.. সত্যিই কি?? কেন এমন হলো বলতো? নিজের উপর ই রাগ হচ্ছে.. ভীষন রাগ! মাঝে মাঝে সত্যি একটু একটু কষ্ট হয়..কেন হয় জানি না ..হয়তো জানি..অজানা/জানা ভবিষ্যতের কথা ভেবে কষ্ট হয়! কি অদ্ভূত! কি অদ্ভূত! এমনটা হবার কখনোই ..কখনোই কথা ছিল না! মানুষের মন কত আনপ্রেডিক্টাবেল না? অনেক কিছু লিখব বলে ঠিক করেছিলাম..ইনফাক্ট বেশ কিছুদিন ধরেই লিখব লিখব করছিলাম কিন্তু এখন যেন শব্দ গুলো ধরা দিচ্ছে না! উরে বেরাচ্ছে চোখের সামনে দিয়ে! মনে হচ্ছে ধরি একটা একটা করে আর তার পর একটা কাগজে লিখে ..কবুতরের পায়ে বেধে কিংবা বেলুনে ভরে উরিয়ে দিতে আকাশে..বুদ্ধিটা অবশ্য আমার না। ধার করা! বাট তাতে কি..হয়তো এমনটা করলে তোমার আকাশে গিয়ে উরে পরবে আমার এই চিঠিটা। তখন হয়তো তুমি পড়বে! পড়লেও যে কিছু আসে যায় এমন না! না পড়লেও কিছুই আসে যায় না! আচ্ছা ধরি তুমি পেলে চিঠিটা! পড়লেও হয়তো! কিন্তু বুঝবে কি যে এটা তোমাকেই লেখা হয়েছিল? তুমিই প্রাপক? তোমার নাম তো লিখিনি ! হিহিহি ..জানি বুঝবে না! আবার বুঝতেও পারো! এও জানি বুঝলেও কখনো এ চিঠির জবাব তুমি দিবে না। আশাও যে করছি এমনটি ভেবো না! আচ্ছা তোমাকে একটা ভিডিও দেখাতে চাই! দেখবে? দেখো। অনেক কিউট! সময় হলে দেখো..না হলে তো কথাই নাই :-) রাত অনেক..ঘুম আসে না কেন?? বলতে পারো কি? পারো না? হুমম! জানতাম পারবেও না! তুমি তো একটা .....শুধু পারো খেতে আর ঘুমাতে! তুমি কি জানো তোমার একটা মন ভুলানো হাসি আছে? :-) ছেলেদের এমন কিউট হাসি আমি কখনোই দেখি নাই! আরো একটা জিনিস সুন্দর তোমার! এখন বলবো না! হয়তো কখনোই বলবো না! মুড বেড়ে যেতে পারে! হাহাহাহা.. নাহ বেশি লম্বা হয়ে যাচ্ছে। চিঠির জবাব যখন পাবো না তখন এত বড় চিঠি লিখে লাভ কি বলো? আসি তবে আজকের মতন। হয়তো আবার লিখব অন্য কোনো দিনে..অন্য কোনো সময়ে..অন্য কোনো ভাবনা নিয়ে..ততক্ষন ভালো থেকো..সুস্থ থেকো! নূপুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।