আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি১৮!

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. ঘৃনা শব্দটা বেশ শক্তিশালী। কাউকে ঘৃনা করি বললেই তাকে কতটুকু ঘৃনা করা হয় আমার জানা নেই। অনেকে ঘৃনা থেকে অনেক কিছু করে বসে..যাকে ঘৃনা করে তাকে হেয় বা নিচু করার সব ধরনের চেষ্টা চালায়..অনেকে আবার শুধু যাকে ঘৃনা বা অপছন্দ করে তাকে শুধু এড়িয়ে চলে..আমি দ্বিতীয় শ্রেনীতে পরি..এই মুহূর্তে কিছু মানুষ কে খুব ঘৃনা করতে খুব মন চাচ্ছে।খুব...মানুষ এতটা নীচু কিভাবে হয় আমার জানা নেই! একবিংশ শতাব্দীতে বাস করেও মন মানুসিকতা সেই আদি যুগে রয়ে গেছে..মাঝে মাঝে ভাবি পৃথিবীর আধুনিকতম শহরগুলোর মধ্যে অন্যতম এক শহরে থেকেও এত কিছু দেখতে/শুনতে হচ্ছে।অনেক দিন পরে লিখতে বসছি..ভাবি নি এসব লিখব কিন্তু লিখলাম... বাসা মুভিং করবো..মুভিং এ এত্ত পেইন! অসহ্য লাগতেছে...এক মুভিং লোক আসছে বাসায় কি ফার্নিচার আছে সেটা গুনতে! সে হিসেবে বিল করবে...আসছিস তুই নিজের কাজ কর না...জ্ঞান দেয়া শুরু করছে! ...আজব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।