আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ১৪

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. জ্বী আজো কাজে বসেই দিনলিপি লিখছি । আর ভাবছি আজ শুধু ভালো লাগার কথা লিখব..মন খারাপের নয়। আজ খুব সকালে উঠেছি..উঠেই হলোকাস্ট নিয়ে গল্প পরতে লাগলাম। পড়ছি আমার জন্য না। আরেক জনের জন্য বাট পড়তে যে খারাপ লাগছে তা বলবো না! যত পড়ছি তত বিস্মিত হচ্ছি.... আজ রবি বার...অদ্ভুত সুন্দর একটা দিন ..কিন্তু তাতে কি আমার তো কাজ ..সারা দিন এই ডেস্কের পেছনেই কাটাতে হবে। তাই ভাবছি আজকে আমার আশে পাশে যারা আছে তাদেরকে কিভাবে হাসিয়ে রাখা যায়! সকাল সকালেই আম্মু আমার ফেবারেট ফ্রাইড রাইস আর চিকেন রান্না করে দিয়েছে...খেতে পারিনি কিন্তু নিয়ে এসেছি..বাট অফিসে আসার সাথে সাথে এখানকার মেয়েগুলা সব নিয়ে গেলো! আবারও খেটে পারলাম না! বাট তাতে কি খুব যে একটা মন খারাপ তাও না! ওদের খেতে দেখে আমার ই আনন্দ লাগছিল..অন্যকে খুশি করার মাঝেও একটা আলাদা আনন্দ আছে....সে আনন্দ আমাকে অনেক বেশি আনন্দিত করে...:-) সেদিন একটা মজার কান্ড ঘটেছিল এখানে না বললেই নয়..আজ যারা আমার দিনলিপি পড়বে আমি চাই তারাও হাসুক :-) আমি আমার বন্ধদের সাথে দারিয়ে..হঠাৎ এক পিচ্চি...পাকিস্তানী হবে..পাশ থেকে..ভাঙা ভাঙা বাংলায়... : তুমার ণাম কি? ( বুঝাই যাচ্ছিল কারো কাছ থেকে শিখে আসছে) : বললাম ...... : তার নেক্সট কথা! " আমি তুমাকে ভালোবাশি" !!! : আমি ফিক করে হেসে দিলাম...জিনিসটা খুব ই হাস্যকর লাগছিল আমার কাছে..এই টুকু পিচ্চি..ফ্রেসমেন হবে! নিজেকে কি ভাবে!! তো আমি তার সাথে হেসে হেসে কিছুক্ষন কথা বললাম..কথার এক পর্যায়ে সে আমাকে জিগ্ঘেস করে বসলো আমি ফ্রেসমেন কিনা! শুনে হাসলাম আর বললাম জ্বী নাহ! আমি গ্রাজুয়েশন করেছি :-) সে বিশ্বাস ই করবে না! "ইউ আর জোকিং উইড মি!" আমি শুধু হাসলাম উত্তরে... সেই এক দিনে এটা ছিল দ্বিতীয় ঘটনা! আরো একজন এক ই কথা বললো সেদিন বাট এই জন বাঙ্গালি ছিল..মজার ব্যাপার হচ্ছে সেও আমার এক বছরের ছোট! আমাকে বলে বয়সটাকি আসলেই একটা বড় কোন বিষয়!! আমি মনে মনে ভাবি আজকাল কার ছেলে গুলোর কি একটা ফ্যাশন চলছে এখন নিজের চেয়ে বড় কোনো মেয়ের পেছনে পরা! অনেক দিন থেকে একটা শ্যো নিয়ে কাজ করছি..অনেকটা জেদে পরেও! অনেক বাঁধা আর অনেক কথাও শুনছি এর জন্য! আল্লাহ র কাছে একটাই প্রার্থনা এখন যেন ভালোয় ভালোয় ১১/১১/১১ টা পার করতে পারি! অনেকে বলে মানুষ যদি মন দিয়ে কিছু চাই সেটা নাকি পূরণ হয়! আমি খুব মন দিয়ে এইবার চাইছি কিছু.....কিন্তু আল্লাহ র হাতেই ছেরে দিলাম! পূরণ করা না করা তার হাতে..আমি শুধু চেয়ে যাচ্ছি :-)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।