আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের চিঠি ১

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.

প্রিয় ডট ডট ডট, জানো একটা চিঠি লেখার খুব সখ আমার..কিন্তু কেন যেন মনে হয় আমি চিঠি লিখতে পারবো না বা জানিনা..তবুও আজ সাহস করে লিখছি..এই চিঠি কাকে লিখছি..কেন লিখছি জানি না..শুধু জানি লিখছি অসম্ভব একটা ভালো লাগা থেকে..আর যাকে লিখছি.. তাকে জানাচ্ছি বৃষ্টি রাতের একরাশ শুভেচ্ছা জানো কাল একটা মজার কথা শুনলাম নিজের সম্পর্কে..একজন বলছিলো আমার সাথে কথা বললে নাকি..মনে হয় কোনো উপন্যাসের নায়িকার সাথে কথা বলছে ..আরো নাকি মনে হয়..আমি ভীষন কল্পনা প্রবন এই কথা শুনে দারুন হাসি পেয়েছিলো..নিজেকে আমি বেশ প্রাকটিকাল বলেই জানি..হ্যা একটু ইমোশোনাল ..কিন্তু সে তো কম বেশি সবাই ই ..তাই না? আরেকটা পাজির পা-ঝারা কি বলছিলো জানো? আমার নাকি কামিনী রায়ের "পাছে লোকে কিছু বলে" কবিতাটা প্রিন্ট করে আমার রুমে ঝুলিয়ে রাখা উচিৎ চিন্তা করে দেখলাম..মিথ্যা বলে নি..আমি একটু বোধহয় বেশিই পাত্তা দিচ্ছি মানুষের কথা কি সব বলছি আচ্ছা সরি হ্যা? রাগ করলা? আচ্ছা ঠিক আছে বাবা..আর বলছি না এসব আবোল তাবোল এই দেখো কানে ধরছি .. ..ইশশ সখ কোতো আমি ধরবো কান?? তোমার মাথা ঠিক আছে তো? দেখ বাইরে কেমন Lightning হচ্ছে!! আচ্ছা তুমি কি ভয় পাও যখন Lightning হয়? আমি কিন্তু একটুও ভয় পাই না আমার ধারনা তুমি ভয় পাও ঠিক বলছি না ? তোমাকে একটা স্বপ্নের কথা বলি..ঠিক স্বপ্ন না..এটাকে আমার একটা ফ্যান্টাসি বলতে পার.. রুপালী চাঁদ আকাশে..নদী কিংবা সগরের পানিতে একটা ছোট্ট নৌকা...তুমি আর আমি সেই নৌকায় বসা ..নৌকাটায় না কোনো ছই নেই ..খোলা নৌকা..চাঁদের আলোয় নৌকাটার চারদিকের পানি ঝিলিমিল করছে..আর শো শো করে বাতাস বইছে...তখন তুমি আমাকে তোমার লেখা একটা কবিতা পড়ে শোনাচ্ছো চাঁদের আলোয়... চুপি চুপি রাতের আঁচলের নিচে.. চাঁদ ও যেন টের না পায়.. বাদলের পিছে পিছে.. হিম হিম ঠান্ডায় আর.. যাহ আমি সব বলে দিলে তোমার কবিতা হবে কেমন করে? তুমিই বরং লিখে ফেলো বাকিটা? ভাবছি এখন থেকে যখন ইচ্ছে করবে তখন তোমাকে চিঠি লিখে যাব তাই একটা নাম্বার দিয়ে রাখলাম আচ্ছা অনেক লম্বা হয়ে যাচ্ছে? তোমার বুঝি পড়তে কস্ট হবে? আচ্ছা তাইলে আজ আমি আসি? যেখানেই থাকো.. ভালো থেকো..অনেক ভালো একটা গান দিয়ে যাচ্ছি শুনে দেখো...আমার সব সময়ের পছন্দের গান..এই এখনো শুনছি http://www.youtube.com/watch?v=4w0XTWqASkI আসি তবে, নূপুর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।