আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের চিঠি ৩!

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. প্রিয় অচিন পাখি, কেমন আছো? জানো একটা চিঠি লিখবার কথা আমার...তোমাকে নয়...কলেজ শো এর নাটকের একটা চরিত্রের জন্য। এক স্ত্রী তার স্বামীর কাছে লিখছে এমন কোনো আবেগ ও মায়াময় চিঠি! বেশ কিছু দিন ধরে ভাবছি..কি ভাবে শুরু করবো? কি লেখা যায় কিন্তু মাথাই আসছে না...শেষমেশ কিছু না পেয়ে তোমাকেই লিখতে বসলাম :-) জানি তুমি হয়তো এখন অনেক বিজি...হয়তো অফিসের কাজ করছো কিংবা কোনো ক্লাস প্রজেক্ট নিয়ে মগ্ন আছো...তাতে কি... কাল রাতে তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখে ছিলাম..তোমাকে নিয়ে বললে ভুল হবে..সেখানে অনেকেই ছিল...সাথে তুমিও..তোমার সাথে আমার কোনো কথা হয় নি স্বপ্নে কিন্তু তোমার উপস্থিতি যে সেখানে ছিল তাতেই যেন আমি খুশি ছিলাম... কাল আরো একটা বিব্রতকর অবস্থার মধ্যে পরি পরি করে বেঁচে গেছি জানো! জানো্ই তো কাল সারাদিন বিজি ছিলাম...খাবার ও সময় পাই নি..সো যখন বিকাল ৫টার দিকে পিচ্চিটা আমার জন্য স্যাবওয়ে স্যান্ডুইচ নিয়ে এলো তখন ওকে ধন্যবাদ দিতে গিয়ে আমি তোমার নাম বলে ফেলেছিলাম..একটুর জন্য ও শোনে নি! অনেক কসরতে সেটা সামলে নিয়ে বললাম অনেক ধন্যবাদ পিচ্চি :-) এটা প্রথম নয়! কালকের একদিনে এরোকোম ঘটনা আরো একবার ঘটেছিল! আমি তারপর চুপ মেরে গেছি..নাটকের ডায়ালগ ছাড়া আর কোনো কথাই বলি নি। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছিল! যার সাথে কথা বলি শুধু তোমার নাম বেরিয়ে যাচ্ছে!! অসহ্য লাগছে! কি বিপদ রে বাবা!! নিজেকে বলি কন্ট্রল নূপুর!! অপস্ট্যাম্পের বল ছেড়ে ছেড়ে খেলতে হয়!! বাট কে শোনা কার কথা! মন যেন আমার সাথে পন করেছে শুনবে আমার নিজের ই কথা! কিন্তু আমি জানি তাকে কিভাবে কথা শুনাতে হয়! তুমি টেনশন নিও না ;-) ওহ জানো তো আজ বৃষ্টি হচ্ছে বাইরে অনেক...সেই সকাল থেকেই! ঘুম ভাঙলো এমন মিষ্টি এখটা শব্দে যে কি বলবো মনে হচ্ছে আজকের দিনটা বেশ যাবে ..কিন্তু এখন যে কাজে যেতে হয় অচিন পাখি! আর বক বক করছি না ..ভালো থেকো..অনকে ভালো..যেভাবে আমাকে ভালো থাকতে বলো সব সময়..সেভাবে তুমিও ভালো থেকো... বিদায়.. নূপুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।