আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনিলিপি ৭

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. অনেক দিন ...প্রায় এক মাস বিশ দিন পর কাজে এলাম...আসতে যে খুব ইচ্ছা করছিলো তা না..বাট বাসায় বাসায় বসে বসে বোর হচ্ছিলাম...সো কাজে আসাই ভালো মনে হলো.. আজ বাইরে যা গরম বাহবা.. একেবারে অসহ্য রকমের... কিন্তু এতদইন পর কাজে এসে বেশ মজাই লাগছে..অনেক দিন পর সবাইকে দেকলাম...সবাই কে হাগ করতে করতে এক ঘন্টা গেল মজার কথা হলো এরা বলছে আমি নাকি বিডি থেকে কিছুটা হলেও ওয়েট লুস করে এসেছি জিনিস কতটা সত্যি জানি না কিন্তু আমার খুব ই ভালো লেগেছে শুনে দু্ঃখের ও কথা আছে কাজে এসেই শুনতে পেলাম আমার সব সব সবচে প্রিয় কো-ওয়ার্কারটাকে এরা অন্য সেকশনে নিয়ে যাচ্চে আমি এর জন্য প্রায় প্রতিদিন আম্মুর হাতের রান্না করা খাবার নিয়ে আসতাম আর ও আমার সব কাজ করে দিত আর আমি সারাটা দিন বসে বসে ফেসবুকিং আর ব্লগিং করতাম আহ গুড অল্ড ডেস!! এখন আমার কি হবে?? দুঃখের কাহিনী এখানেই শেষ নয় ...তার জায়গায় আমাকে রিপ্লেস করা হচ্ছে এর মানে হচ্ছে আরো বেশি রেসপনসিবিলিটি মনে মনে ভাবছিলাম...আমাকেই কেন??? কিঊঊ ? যাহাদের সাথে এখন আমার কাজ করিতে হইবে তাহারা এতই অলস্য যে কি বলবো!! আমার চাইতেো বেশি ভাবছিলাম কি হবে আমার...লাইফটাই বুঝি গেলো শেষ হয়ে.. যাক বাদ এসব কথা... কাল আমার ফেভারেট মভিটা যে দেখে এসেছি সেটা ভাবতেই অনেক শান্তি শান্তি লাগছে :-) হ্যারি পটার পার্ট ২ ..লাস্ট মুভি..এক বছর অপেক্ষা করে ছিলাম এর জন্য। সেই ২০০৩ থেকে আমি হ্যারি পটারের ফ্যান! সবগুলো বই আর মুভি দেখা আমার। অবশেষে দেখলাম কাল লাস্ট টাও ...ভীষণ ভীষন ভালো লেগেছে ..আর হা গ্রীন লানটার্ন ও দেখে এসেছি এক টিকিটে দুই মুভি দেখার মজাই আলাদা যারা এখোনো এমন কাজ করেন নি তাদের বলছি...অবশ্যই অবশ্য এক টিকিটে দুই মুভি দেখবেন..লাখ টাকার চাইতেও বেশি মজা বাট! বিপদে পড়লে আমাকে গালিগালাজ করিবেন না দয়া করে সম্পুর্নই নিজ দায়িত্বে করবেন যা করার :-) কদিন ধরে মনটা আমারও খারাপ ছিলো..এখন কেমন যেন মন খারাপের সময় যাচ্ছে চারপাশে বাট এখন ভালো লাগছে ..মনটা হাল্কা পাতলা লাগছে...মন ভারি থাকলে নিশ্বাস নেয়াও কস্ট হয়ে দারায়। এ জন্য মনে কিছু চেপে রাখতে নেই :-)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।