আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ১

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.

দিনলিপি..দিনলিপি!! শুনতে কেমন লাগছে হাসি পাচ্ছে..নামটা আমার দেয়া নয় একজন দিলো এই হাসি টা তাকে দিচ্ছি.. একটা স্বপ্নের ঘুড়িতে করে ঘুমের মধ্যে পাঠিয়ে দিলাম. .উরতে উরতে তার মনের দুয়ারে গিয়ে ছিড়ে পরবে .জানি নির্ঘাত সে এখন নাক ডাকছে নাহ থাক একে রাগিয়ে দিয়ে কাজ নেই তার চেয়ে বরং দিনলিপি লেখা শুরু করি আজকে একটা কান্ড হলো..কাজ থেকে যখন বাসায় ফিরছিলাম ট্রেনে করে...সেটাই বলছি.. আমি যখন ট্রেনে থাকি তখন সবাই কে খেয়াল করি..কে কি করছে..পরছে..ইত্যাদি ইত্যাদি.. একটা স্বভাবে দারিয়ে গেছে তো আজ যখন ট্রেনে উঠে বসলাম দেখি আমার ঠিক অপর পাশে একটা হোমলেস লোক বসা..তার হাতে কি যেন একটা..সে ড্রিন্ক করছে আর মিটি মিটি হাসছে ..তার ঠিক বা পাশে দুটা মেয়ে..নিজেদের নিয়ে দারুন ব্যস্ত তারা..আইফোন দিয়ে ছবি তুলে যাচ্ছে অবিরত..তাদের পাশে এক জোরা শালিক হিহিহি..জোরা শালিক মানে..একটা মেয়ে আর একটা ছেলে..মেয়েটা বসে আর ছেলেটা দাড়িয়ে...বসার জায়গা ছিলো না আর তাদের পাশে দুইটা ইন্ডিয়ান ছেলে...হিরো হিরো ভাব নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলো এরা সবাই আমার অপজিটে বসা ছিলো.. আর আমার পাশে বসা ছিলো এক কালুয়া (নিগ্র) মহিলা..যিনি বসে বসে চলতি ট্রেনে ঘুমাচ্ছিলেন আর ঘুমের এক পর্যায়ে সে হেলতে শুরু করলো!..করলো তো করলো..আমার দিকেই হেলা শুরু করলো আমি তার দিকে তাকিয়ে খেয়াল করছিলাম কত স্পীডে সে হেলছে..আর কতক্ষন লাগবে আমার উপর এসে পরতে এর পর খেয়াল করলাম..আমার মুখের এক্সপ্রেশন দেখে..ইন্ডিয়ান ছেলে দুটো কথা বন্ধ করে তাকিয়ে আছে..জোরা শালিকের ছেলেটও দেখি তাকিয়ে তাকিয়ে হাসছে..এমনকি হোমলেস লোকটাও হা করে তাকিয়ে আছে যেন এরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মহিলাটা হেলে দুলে ঘুমের ঘরে পরবে আমার গায়ের উপর এদের কান্ড দেখে আমি আর চুপ থাকতে পারলাম না..ফিক করে হেসে দিলাম আর সাথে সাথে দেখি আমার স্টপে চলে আসছি ইয়েয়েয়ে অবশেষে বাসায় চলে আসলাম... একটা গান শুনছি...কাল রাত থেকেই..শুনে যাচ্ছি তো শুনেই যাচ্ছি..গানের কথা গুলো কেমন মন ছুয়ে যায় .. লিন্কটা কি দেব? নাহ থাক তার চেয়ে কথা গুলো দেই বসে বসে তুমি এতো ভাবছো কি কবিতা নাকি, কোন গল্প নীরবে আমাকে, ভাবছো নাকি ছেয়ে দেখো আকাশে মেঘের ভেলা এলোমেলো বাতাসে করছে খেলা তবু তুমি একা বসে থাকবে কি ভালোবাসবে কি নীরবে আমাকে, ভাবছো নাকি সন্ধ্যা নদীর পাখি ফিরছে নীড়ে মন হারিয়ে যায় কোন সূদুরে তবু তুমি একা বসে থাকবে কি মনে রাখবে কি নীরবে আমাকে, ভাবছো নাকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।