আমাদের কথা খুঁজে নিন

   

নূপুরের দিনলিপি ৬

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. অনেক দিন ধরেই ভাবছি কিছু লিখব কিছু লিখব..কিন্তু কি লিখব তাই বুঝতে পারছিলাম না..অবশ্য লেখার সময় যে খুব একটা পাচ্ছি তাও নয়..এখন যেন ব্যস্ততা আর বেড়েছে আমার :-( মাঝে মাঝে মনে ধুর লাইফটা এমন কেন ? যা চাই সেটা সহজে কেন পাই না? এত কস্ট কেন করা লাগে পেতে? বাট সে যাই হোক যা আমি চাইছি সেটা না পাওয়া পর্যন্ত বসে থাকব না..পেয়ে ফেলে দেও কিংবা না নাও..কিন্তু পেতে যে আমাকে হবেই ...সোনার হরিন এর পিছে দৌড়াচ্ছি খুব যে খারাপ লাগছে তাও না..একটা আনন্দ আছে এই দৌড়ের মাঝে..প্রথম দৌড় টা আজ দিয়ে আসলাম খুব যে খারাপ করেছি এমন ও মনে হচ্ছে না ...কিন্তু অনেক গুলো সময় দিতে হলো এর পেছনে..শেষ পর্যন্ত কাজটা না পেলে সব জলে যাবে সে যাহাই হোক...মজার একটা কথা মনে পড়ে গেলো..শেয়ার না করলে পেটের ভিতর কেচর মেচর করবে রাস্তা দিয়ে হাটছি হঠাৎ চোখ পরল একটা ছেলের উপর..সাথে সাথে আমি চোখ সরিয়ে দিলাম..দ্রুত চলে গেলাম পাশের রাস্তায় ..কিন্তু গেলে কি হবে..ঠিক এক মিনিট পর ফোনটা বাজলো : হ্যালো? : হাইই..কেমন আছেন? : ভালো। তুমি? আচ্ছা তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেলা কেন?? : আমি? আপনাকে? কি যে বলেন ! আজব! আমি তো দেখিনি : তুমি এই মাএ্র ডুয়েনড্রিডের পাশ দিয়ে হেটে গেলা না? : ইয়াহ। গেলাম তো! আপনি তাইলে হাই বললেন না কেন? : কি করব? তোমার যাতে কোনো প্রবলেম না হয় তাই আর রাস্তা ঘাটে কিছু বললাম না : ওহ আচ্ছা ! তাই তো! ঠিক ই করেছেন...প্রবলেম হতে পারত! বাঙালি এলাকা..কে কখন কি ভাবে! .. : তুমি তো দেখলাম বিডি থেকে আর ও সুন্দর হয়ে আসছো! সবাই আসে কালো হয়ে আর তুমি দেখি উল্টা! কারন টা কি? সাথী কে বলতে হয় দেখি! : কি যে বলেন ভাইয়া আসলে আমার বিডি তে বিয়ে হইছে তো সে জন্য মনে হয় সুন্দর লাগছে..মেয়েরা নাকি বিয়ের পর সুন্দর হয় : সত্যি নাকি? তোমার বিয়ে হইসে? : জ্যী :-) : ওহ! কনগ্রাটস! : থ্যাংকস :-) এর পর ফোন রেখে এমন জোড়ে হাসলাম যে আসে পাশে র মানুষ জন ও তাকিয়ে ছিলো আমার দিকে এর ঠিক এক দিন পর..আবার এক এ ব্যক্তি থেকে একটা ম্যাসেজ পেলাম.. ম্যাসেজটা এরকম.. " আচ্ছা তুমি আমাকে মিথ্যা বললা কেন বিয়ে নিয়ে সেদিন? তোমার বেস্ট ফ্রেন্ড তো বললো তোমার বিয়ে হয়নি! আচ্ছা তুমি কি আমাকে এরাতে চাইছো? আচ্ছা একটা সত্যি কথা বলতো..তুমি কি আমার সাথে ঘুরতে যাবে আজ কোথাও? বি অনেস্ট" এটা পড়ে মনে মনে বলছিলাম বোঝো না এরাতে চাইছি কিনা? গাধা নাকি? যাই হোক আমার উত্তর টা এমন ছিলো.." ওহ ভাইয়া ঐটাতো ফাজলামো করছিলাম..আপনি সিরিয়াসলি নিবেন কিভাবে বুঝবো! :-) ঘুরতে কেন যাব না? বাট আমি তো আমার আদার হ্যাফ (বেস্ট ফ্রন্ড) ছাড়া কোথাও যাই না! জানেন ই তো! দেখেন সে যাবে কিনা...সে যদি যায় অবশ্যই আমিও যাব :-)" এর পর আর কোনো সাড়া শব্দ নেই সে ভায়ার :-) মাঝে মাঝে কিছু কিছু মানুষ কে না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। না হলে বোঝে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।