আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারণ !!!

আযান হচ্ছে । একটু পরেই রবিন আর সজীব ভাই বাইতুল মোকারম থেকে চলে আসবে । আখেরি মোনাযাত করেই চলে আসার কথা । ছোটবেলাই এই একটা রাত ছিলো যে রাতে সারারাত বাহিরে থাকলেও আব্বু আম্মু কিছু বলতো না । আর এই একটা রাত পুরো খোকসা ঘুরতাম ।

আমাদের টার্গেট থাকতো ১০০ রাকাত নামায পড়বো ভিন্ন ভিন্ন মসজিদে । আখেরি মোনাযাত করতাম থানা মসজিদে । লাদেন স্যার(নজরুল স্যার) এর দীর্ঘ মোনাযাত করতে গিয়ে পড়তাম বিপদে । হাত ব্যাথা হয়ে যেতো তবুও স্যার এর মোনাযাত শেষ হতো না । সম্ভব হলে তিনি সারা পৃথিবীর মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে দোয়া করতেন ।

লাদেন স্যার আমাদের কোচিং এর স্যার ছিলেন । তার কিছু খারাপ গুনের জন্য অনেকের কাছেই অপছন্দের ছিলেন । তিনি অনেক ট্যালেন্ট একজন মানুষ । মনে আছে এস এস সি পরিক্ষার এক সপ্তাহ আগে হঠাত রাত ১১ টায় আমার বাড়ি উপস্থিত । আমি পড়ছি কিনা দেখার জন্য ।

সেদিন শুধু আমি না, আমার বাড়ির সবাই খুব অবাক হয়েছিল । বেশির ভাগ মানুষের ছেলেবেলা সোনালি থাকে । আমারো ছিলো । এখন যে সমস্যা গুলো অনেক কষ্ট দেই,,তখনও সমস্যা ছিলো, কিন্তু তখন মনে হয়তো এগুলো আমার সমস্যা না,, শুধু টেনশন থাকতো কাল ক্রিকেট ম্যাচ টা জিততে পারবো কিনা । বইয়ের নিচে খাতা রেখে ম্যাপ তৈরি করতাম,,কোন পজিশনে কাকে ফিল্ডিং এ দিবো ।

সবথেকে বড় সমস্যা ছিলো মনোয়ার স্যার এর জ্যামিতি ক্লাস । মনে হতো এটাই পৃথিবীর সবেথেকে বড় সমস্যা । পান খেয়ে মুখ লাল করে বড় একটা বেত নিয়ে যখন ক্লাসে আসতো মনে হয়তো আজরাইল এখনি এসে আমার জান টা চাইবে । ক্লাসে যেতে ভালো লাগতো না । ক্লাসে যাওয়ার কথা বলে চলে যেতাম ক্রিকেট খেলতে ।

ছোট হিসেবে ভালই হয়তো খেলতাম,তাই বড়দের সাথে খেলার সুযোগ পেতাম । পুরো স্কুল জীবন ক্রিকেট ছিল আামার সব । তারপর সব কোথাই হারিয়ে গেলো । এস এস সির পর চলে গেলাম কুষ্টিয়া । মেস জীবন ।

বন্ধুরা সবাই ভিন্ন ভিন্ন জায়গায় । শুধু আমি আর বিধান কুষ্টিয়া । একে একে সবাই খেলা রেখে মেয়ের পেছনে দৈাড়াতে শুরু করলাম । কেউ সফল হলাম আবার কেউ হোচট খেলো । সে দৈাড়ে আমিই প্রথম হয়েছিলাম,,,কিন্তু কে জানতো প্রথম হওয়ার জন্য জীবন ট্র্যাকে সবার পেছনে পড়ে থাকতে হবে ।

প্রথম হওয়ার পুরষ্কার টাও হারিয়ে ফেলেছি । এই হারানোর অভ্যাস টা্ আমার ছেলেবেলার । তবে অভ্যাস টা হারায়নি । এজন্য আম্মুর মাইর ও কম খাইনি । তবে বদলাই নি ।

এখন আর মারে না আম্মু । মাঝে মাঝে মনে হয় আম্মু আমাকে ভয় পায় । আম্মুকে বলতে পারিনা, আমি এখনো তার ছোট্ট শয়ন ই আছি । তাকে আমি আগের মতই এখনো ভালোবাসি। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।