আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারণ (ছবি ব্লগ)

I am the master of my fate, I am the captain of my soul.

১৩ মাস কাটিয়েছিলাম একটা নির্দিষ্ট জায়গায়। প্রথমে ভাবতাম সময় বুঝি এক জায়গায় স্থির। ধীরে ধীরে সময়ের গতি বাড়তে থাকে, সাথে নিজেও এগিয়ে যেতে থাকি। প্রায় ২ বছর হতে চলল সেই অনুভূতি থেকে বিচ্ছিন্ন। আবার হয়তো কখনো ছুটে যাব সাগরের ডাকে।

এই ছবির দায়-দায়িত্ব আমার নহে। আমার মতন ভাল মানুষ এই জিনিষ কখনোই তুলতে পারে না উপরের দুইটা কানাডার পোর্ট নিউ ওয়েস্ট মিনিস্টার উপরের ২ টা জাপানের নাকানোসেকি পেরুর পোর্ট কায়াও Callao লিখলেও ওরা উচ্চারণ করে কায়াও [img|http://cms.somewhereinblog.net/ciu/image/139807/small/?token_id=c277376dbe6fd6dd2fe1695d477d7d96 পক্ষী বিষ্ঠা সহ এই জিনিষ মানে পাখি গুলান আমি ২ চোক্ষে দেখতে পারি না এইটা ইংল্যান্ড এর সাউথ হ্যাম্পটনে। আমার জাহাজের পাশেই ছিল প্রমোদ তরী "কুইন এলিজাবেথ-১" আর একই জায়গায় আরো একটা প্রমোদ তরী এইটা USA র টাকোমায় একই জায়গায়, এইটা আমার ক্যামেরার প্রথম ছবি। নতুন ক্যামেরা কিন্না সিরাম ভাবে আছিলাম লস এঞ্জেলস লস এঞ্জেলসে আমরা ৭ দিন আটকা পরেছিলাম ইঞ্জিনের সমস্যায়। তখন এই মহারাজের আবাসস্থল হয়ে গিয়েছিল আমাদের জাহাজের রাডার।

কোথায় ঠিক মনে নাই। চারিদিকে পানি ছিল এইটা মনে আছে ম্যাক্সিকো আকাপুলকো বীচ আমার সবচেয়ে প্রিয় জায়গা এইটা ওইযে আমার জাহাজ দেখা যায় আকাপুলকো বীচ থেকে মিউজিয়ামে যাওয়ার রাস্তা এইটা আকাপুলকো মিউজিয়াম উপরের চারটা পানামা র বালবোয়ায় এই দুটো নিকারাগুয়ায় এইডা কোস্টারিকা কলাম্বিয়ার বুনাভেঞ্চুরা চিলির ইকিকে এইডা পানামায় এই গুলি নিকারাগুয়ায় চিলির একটা রেগুলেশন আছে, তা হল প্রতিটি জাহাজের কলসাইন দিয়ে এইরকম ভাবে সাজিয়ে রাখতে হবে পোর্টে ঢুকার আগে। এইটা কোথায় আবারো জানিনা। হবে কোন সাগর বা মহা সাগরের মাঝে ইকুয়েডর আবারো চিলিতেই সুয়েজ খাল ট্রানজিটের সময়ে জার্মানীর ব্রেমারহেভেন চিলির ভ্যালপারাইসো পানামা খাল ট্রানজিট আমার ১৩ মাসের একটি ক্ষুদ্র অংশ এইখানে। কারণ প্রায় ৮ মাস পরে আমি ক্যামেরা কিনি।

তার আগের কিছুই নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।