আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারণ

পরাঞ্জয়ী...

তোমার কী মনে আছে কালকের দিনটার কথা? কাল আমার জন্মদিন। আরও একটা বিশেষ দিন, তোমার সাথে প্রথম দেখার দিন! সেই রোমাঞ্চ আমি আজও ভুলিনি। তোমার কি মনে আছে সেদিনের কথা? আমি দাঁড়িয়ে ছিলাম পেছন ফিরে। তুমি ইচ্চে করেই পেছন থেকে এসেছিলে, আমাকে সারপ্রাইজ দেবে বলে। আমি পিছু ফিরে তোমায় দেখলাম।

নীল ফতুয়ায় মানিয়েছিল বেশ। ভীষণ মায়াভরা দুটি চোখ! মনে মানে আরেকবার বলেছিলাম "ভালবাসি"! কোন জড়তা ছিলনা তোমার ভেতর, তাই অনায়াসে আমিও লতার মত জড়িয়ে ধরতে পেরেছিলাম, স্বপ্নের চূড়োয় উঠেছিলাম তোমাকে অবলম্বন করে! তোমার ঘরে গিয়ে যখন বসলাম, সে কী ভীষণ গরম! লোডশেডিং ছিল। আমার কাঁধে হাত রাখলে তুমি। আমি সাহস পেলাম। তোমার কাঁধে মাথা রাখলাম।

সে কি ভীষণ স্বস্তি! তুমি মেঝেতে বসে আমার কোলে মুখ গুঁজে বসেছিলে অনেকক্ষন। যেন আশ্রয় খোঁজা কোন এক নীড়হারা পাখি! সেদিনের প্রতিটা ক্ষন, প্রতিটা স্বাদ, প্রতিটা গন্ধ আমার আজও মনে পড়ে। তুমি হয়ত ভুলে গেছ। আমি ভুলিনি। সহজ কথাগুলো সরলে লিখে ফেললাম।

সাহিত্যের ছিটে ফোঁটা আজ নাইবা ছড়ালাম। কালকের দিনে তুমি নেই, আর কোনদিন থাকবেও না। তবুও তোমায় রাখব। কেমন করে জানো? খুব যতনে মনের গহীনে। সেখান থেকে পালাবার পথও নেই, উপায়ও না! কেমন আছ জানতে চাইবনা।

সে খবর আমি প্রতিদিনই রাখি। অনিয়মের অভ্যাসটা যায়নি এখনও। কেন যে এমন কর! আমাদের অহং আমাদের চিরশত্রু হয়েছিল। তাই মিলতে পারলাম না। এবার একটা সংসার পাত।

এভাবে আর কতদিন! আমরা কেউ কাউকে ক্ষমা করটে পারব না। তাই এই ই ভাল হল। জীবনকে থামিয়ে দিওনা। ভাল থেক সবসময়! (কাল্পনিক)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।