আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারণ

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

হতে পারতো প্রেমিকার সাথে দেখা অনেক দিন পরে ময়ুরের পেখমমেলা পর্বে স্পর্শের শুঁচিবাই মনে পরে সঙ্কোচে বাড়িয়ে দেওয়া হাত পকেটে পুরে পাশাপাশি গাছের মতো দাঁড়িয়ে কথার ডালপালা ছড়াই চারপাশে- ভালো আছো? হুমম ভালোই, প্রত্যুত্তর আসে, জানো আমার বিয়ে হয়েছে তাই নাকি কবে? বেশ অনেকদিনই হলো, আজ সাথে আসে নি তাহলে পরিচয় করিয়ে দেওয়া যেতো, জানো বাসার বড় বৌ আমি শ্বাশুড়ী খুব আদর করেন তাই নাকি , তাহলে তো সুখে আছো। হ্যাঁ আছি এক রকম, যাই ওর অফিসের গাড়ী ছেড়ে দিতে হবে, বাসায় এসো- ঠিকানা হাতে তার উড়ে যাওয়া আঁচলের হাওয়ায় বিহ্বল অনুভবের বিশেষণ খুঁজি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।