আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারণ

ৃৃৃৃৃ

স্মৃতিচারণ বিশাল শূণ্যতা, মিথ্যা স্বপ্নে বিভর, অযথা অন্নেষণ, একাকি পথ চলা, কেবলি স্মৃতিচারণ। বৈশাখের নিঃশ্বাস ঝড়, বিভক্ত পথ দু’জনার, ধুলোর মলাটে জড়ানো একখানা বই, সুখ স্বপ্নের ধ্বংশ স্তূপ, স্মৃতির সিন্দুকে বন্দক । রমনায় গান শোনা, হাতেরমুঠোয় বন্দি তোমার হাতখানা, ইলিশপান্তা-খইমুরকি-তালপাতার পাখা-কাচেরচুরি, স্মৃতির জলাশয়ে পতিত। বৈশাখ পবন, উড়ন্ত ধুলো, শাড়ির আঁচল, স্বপ্নীল চোখ, বেঘোর ঘুম-অফুরন্ত জাগরণ। নব রূপ-সাজ, বিশ্বাস!!!! তোমাতে সমর্পিত মন,মিলন। বৈশাখ বরণের ক্ষণ, মনের কোণ, স্মৃতির জানালায় অন্বেষণ, বর্তমান মেঘ, অতীত রৌদ্দুর, লুকোঁচুরি খেলা, খেয়াল পথে বিচরণ, অক্লান্ত ধূসর স্মৃতিচারণ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।