জীবনের আজ শেষ প্রান্তে দাড়িয়ে ঘোলাটে চোখের কোণে, ঝাপসা সেই পুরনো দিনের স্মৃতি, রঙিন কিছু স্বপ্ন মাখা প্রজাপতি সাদাকালো দেখি। অনেক কিছু স্মৃতির চেয়ে অনেক দূরে, হারিয়ে গেছে কোনো সুদূর সিমানা ছেড়ে। সেগুলো তো বলতে পারবো না আজ, শুধু বলবো সেগুলো হৃদয়ে দু ফোটা বৃষ্টির মতো যেগুলো মনে পরে হঠাৎ হঠাৎ । অন্ধকার ঘেরা রাত্রি, বারান্দার রোলিং চেয়ারটা দুলছে; পাগলা বাতাস ঝড়-তুফান তুলছে বাড়িয়ে দিয়ে হৃদকম্পন। এক একটি হৃদকম্পন যেন স্মৃতির বইয়ের এক একটি ভাঁজ খাওয়ানো পাতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।