আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারণ

পরে কখনো ভাবিনি ভার্সিটি লাইফ মিস করব। আমার জীবনের অন্যতম ভয়াবহ সময়ের একটি হচ্ছে এইচ.এস.সি পরীক্ষা, অবশিষ্ট সময় হচ্ছে পুরো ভার্সিটি লাইফ!ভার্সিটি জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ ফ্রেন্ড কে কলিগ হিসেবে পেয়েছি,এটা আমার জন্য উপরি পাওনা বলা যায়। আজ অফিসের এক কলিগ কে.এফ.সি তে খাওয়াল আমাদেরকে । তখন খুব মনে পড়ল ইউনিভার্সিটি লাইফের কথা। পেরিফেরাল প্রোজেক্ট প্রোপোজাল সাবমিট করার সময় পার হয়ে যাচ্ছে।

৩ জনের গ্রুপ হওয়ায় আমাদের সাথে গ্রুপে ছিল আমার আরেক ঘনিষ্ঠ ফ্রেন্ড যে কিনা খুব ই ভাল স্টুডেন্ট। ভাল ছাত্রীকে পার্টনার হিসেবে পাওয়ার সাইড এফেক্ট হিসেবে যেই প্রোপোজাল ই দেই ম্যাডাম বলেন তোমাদের আরেকটু ভাল কিছু করা উচিত!শেষে নিরুপায় আমরা ভাল ছাত্রী ফ্রেন্ড কে বললাম কি দিয়ে সার্চ দিব,সে রেগে বলল ঘোড়ার ডিম দিয়ে সার্চ দে,আমরা দিলাম। চরম বিরক্ত এবং টেনস্ড ঐ সময়ে গুগলের এই সার্চ টা আমাদের বেশ আনন্দ দিয়েছিল! অবশেষে প্রোপোজাল একসেপ্ট হল। প্রোজেক্ট সাবমিশনের সময় ঘনিয়ে এল। দিন রাত কাজ করি।

কাজ শেষ হয় না। ল্যাবের ট্রেনার বোর্ড ,যাবতীয় আই.সি চুরি(পরে ফেরত দিয়েছি!!) করে নিয়ে বাসায় ও সারাদিন কাজ চলে। আমি ছিলাম অত্যন্ত ফাঁকিবাজ,তিনজনের গ্রুপ হলে একজন কাজ করবে না এটাই স্বাভাবিক। আমি টুকটাক ফুট ফরমাইশ খাটতাম। ল্যাব ছিল দুইটা,তার কিংবা কোন যন্ত্রাংশ লাগলে অন্য ল্যাব থেকে এনে দিতাম।

কোন এক অগ্যাত কারণে ছেলেরা সব অন্য ল্যাব এ ছিল,আমাদের ল্যাবে মেয়েরা কাজ করত। তো একদিন ঐ ল্যাব থেকে তার নিয়ে এসে আমি অত্যন্ত উত্তেজিতভাবে আমার পার্টনার দের জানালাম ঐ ল্যাবে ছেলেদের গন্ধ!সারাদিন প্রোজেক্টের কাজের মধ্যে এই ধরনের একটা নিউজ পেয়ে আমার দুই পার্টনার চলল ছেলেদের গন্ধের হদিস করতে। ওরা আসার পর ওদের থেকে জানতে পারলাম সেটা ছিল ঘামের গন্ধ! এত ঝামেলার মধ্যে মূল ঝামেলা ছিল ল্যাব এ্যাটেন্ডেন্ট। কোন কিছু চাইলে পেতাম না,এ কারণেই একবার কোন কিছু হাতে পেলে চুরি করা ছাড়া উপায় ছিল না। তো প্রেজেন্টেশনের স্লাইড এ প্রোবলেমস লিখতে হয়,সেখানে একটা লাইন এ্যাড হল..ল্যাব এ্যাটেন্ডেন্ট এর ব্যবহার ফ্রেন্ডলি ছিল না।

লাইন টা পরার কথা আমাদের ভাল ছাত্রী বান্ধবীর। স্যার এবং ম্যাডামদের উপস্থিতিতে গাদ্দার বান্ধবী ঐ লাইন টা হড়বড় করে পরে গেল যাতে কিছুই বুঝা না যায়। সব প্রজেক্টের মধ্যে এই পেরিফেরাল প্রজেক্ট টা বিশেষ ভাবে মনে আছে এইসব ঘটনার জন্য। বাকি প্রজেক্ট গুলো ছিল বিভীষিকা। ভাল ঘটনাগুলো আবার পরে শেয়ার করব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।