আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারণ.....

আমি জন্মগত ভাবেই একজন উৎকৃষ্ট পাঠক । তবে একাকীত্ব কাটানোর জন্য মাঝে মাঝে নিকৃষ্ট মানের লেখাও লিখি । ফেলে আসা অতীত, ভূলে যাওয়া স্মৃতি, হঠাত্‍ স্মৃতিচারণ ! আগ্রহী হৃদয় পিছু ফিরল, সেই ছেলেবেলায়... কাঁদামাটির স্পর্শে সবুজে বিচরণ ! অসম্ভব ইচ্ছায় বিভোর, যদি ফিরে যেতে পারতাম- ফেলে আসা পথে.... কিন্তু নিরাশ হতে হল, ভাগ বসাতে হল- হঠাত্‍ জমে যাওয়া কষ্টের সাথে ! মুছে দিতে চাইলাম- অতীতের কিছু অংশ ! যা ছিল শুধুই সুখস্মৃতি..... কিন্তু পারলাম না, ভুলে যেতে তাদের- যারা ছিল মোর সুখের সাথী......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।