শাফিক আফতাব--------- ঘুঘড়ি পোকার মতোন মৃত আত্মারা উঠে এলো মাটির গভীর থেকে ; তারা বলছে জেলখানায় আযাবের মাত্রা বেড়ে গেছে, ওদিকে বজ্রের হুক্কারে নবীন আত্মারা ভয়ে নেমে এলো ভূতলে ; তারা বলছে, এভাবে দীর্ঘদিন অপেক্ষা করা যায় না, তারা শীঘ্র পৃথিবীর ভূমিতে নামতে চায়। এদিকে দেশে চতুর্মুখী দোলাচল, কী এক ভয়াবহ সময় অতিক্রম করছে দেশ, আমরা খেটে খাওয়া মানুষ, একদিন কাজ না পেলে চুলো জ্বলেনা, আমরা কী করে বাঁচি ? এক বিকট শব্দে ঘুমটা ভেঙে গেলো, গা কাঁপা শুরু হলো আমার, বাহ্মণবাড়িয়া বিদ্যুৎ চমকাচ্ছে। দেখি ভোরবেলা, অদূরে মধু-আযানের ধ্বনি ভেসে এলো নামাজে নতজানু হলাম, প্রভূকে বললাম, হে রাব্বুল আলামিন : আমাদের আসন্ন বিপদ থেকে রক্ষা করুন। দুঃস্বপ্ন থেকে আমাদের রেহাই দিন। মৃত আত্মাদের মাফ করে দিন, নবীন আত্মাদের পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করুন তারাই হাল ধরুক এই সহিংস পৃথিবীর। ০৭.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।