সালঃ ২০১২
সারা দেশে চরম অস্থিরতা। মানুষের মনে আজ হাহাকার। সবাই চিন্তিত।
কেন? কেন? কেন?
তেমন কিছুই না, মানুষ নাকি জাতীয় সঙ্গীত ভুলে যাচ্ছে। অনেকে নাকি জাতীয় সঙ্গীত থেকে আবেগই পাচ্ছেন না।
দেশের এই দুর্দিনে এগিয়ে আসল ক্ষ। সুদূর ব্রিটেন থেকে তারা জাতীয় সঙ্গীতকে নতুন আঙ্গিকে গাইল।
দেশে আজ উন্মাদনা। সবাই আজ জাতীয় সঙ্গীত গাচ্ছে!! জাতীয় সঙ্গীতের আবেগ আবার ফিরে এসেছে!! আহা কি আনন্দ আকাশে বাতাসে!!
এ নিয়ে ফেবুর কিছু স্ট্যাটাসঃ
জোকার রাসেল: And i thought my জাতীয় সঙ্গীত was bad!! thanks to ক্ষ!! লাভ ইউ!
অচেনা১- আমার পিচ্চি মেয়ে আগে ইংরেজি কবিতা পারলেও জাতীয় সঙ্গীত পারত না। কিন্তু আজ আমার মেয়ে ক্ষ এর গান শুনে জাতীয় সঙ্গীত গাইতে পারে।
angel বালসালঃ আমি তো আগে ভাবতাম আমাদের জাতীয় সঙ্গীত ভালো না। এর চেয়ে ধন ধান্য পুস্পে ভরা অনেক সুইইত্তত্তট। কিন্তু ক্ষ আমার চোখ খুলে দিসে।
কিন্তু কিছু আবাল এই গানের বিরোধিতা করল। তারা বলতে লাগলো,জাতীয় সঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো না ব্লাহ ব্লাহ ব্লাহ।
যত সব ব্যাকডেটেড, আন্সমার্ট।
চুশিল সমাজ বলতে লাগলোঃ আরে, ওরা জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে গায় নাই, রবিন্দ্র সঙ্গীত হিসেবে গাইসে!! খাসা যুক্তি বটে!!! কি দরকার বাপু এই গান দারাইয়া গাওয়ার! ওরা তো বললই, এটা রবিন্দ্র সঙ্গীত, রবিন্দ্র সঙ্গীত কি কেউ দারাইয়া গাঁয়! হয়ত একটু পাবলিসিটির জন্য এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রচার করসে, তয় ব্যাপার না!!!
সালঃ ২০৫০
সারা দেশে চরম অস্থিরতা। মানুষের মনে আজ হাহাকার। সবাই চিন্তিত।
কেন? কেন? কেন?
তেমন কিছুই না, মানুষ নাকি জাতীয় সঙ্গীত ভুলে যাচ্ছে।
অনেকে নাকি জাতীয় সঙ্গীত থেকে আবেগই পাচ্ছেন না।
এ সময় এগিয়ে আসল হনলুলুর হিপ হপ ব্যান্ড কষা!
তারা জাতীয় সঙ্গীত গাইল এভাবেঃ
ইয়ো ম্যান!! দিস ইস ম্যা সোনার বাংলা!!!
উই আর ডুইং দিস থিং!!
ইয়ো ইয়ো!!
আই লাভ উউউউউউউউ!!!!!!!
দেশে আজ উন্মাদনা। সবাই আজ জাতীয় সঙ্গীত গাচ্ছে!! জাতীয় সঙ্গীতের আবেগ আবার ফিরে এসেছে!! আহা কি আনন্দ আকাশে বাতাসে!!
কিন্তু কিছু আবাল এই গানের বিরোধিতা করল। তারা বলতে লাগলো,জাতীয় সঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো না, লিরিক্স পরিবর্তন করা ভালো না ব্লাহ ব্লাহ!!যত সব ব্যাকডেটেড, আন্সমার্ট।
চুশিল সমাজ বলতে লাগলোঃ আরে, ওরা জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে গায় নাই, রবিন্দ্র সঙ্গীত হিসেবে গাইসে!! খাসা যুক্তি বটে!!!
আমি সেই দিনের প্রতিক্ষায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।