আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্রতীপ

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

তোমাকে আসতেই হবে, হৃদয়ের আকুতি সত্যি প্রেমিক মনে এ এক প্রচন্ড শক্তি; জানি আসবে না, তোমাকে হারানোর ভয় প্রেমে হাজার সন্দেহ মেনে নিবে নিশ্চয়। দুটি অনভূতি মিলেই পুরপূর্ণপ্রেম। একই মনে যেন দুটি সত্ত্বা দ্বিধা দ্বন্দ্বে নিত্য বারতা । করেছে উপজীব্য প্রেমিকেরে প্রিয়া তুমি জান তোমারে। কি খেলিছে তোমার হৃদয় মাঝারে তোমারও কি এমনই হয়? সত্য প্রেমে নেই ভয়; তাইতো প্রেমে সংসার ছেড়ে, মানুষে বিবাগী হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।