আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্রতীপ

আমি বেচেঁ থাকতে ভালবাসি

এক রাতে জোৎস্নার কুহকী ডাক ইচ্ছে হল ডুব সাঁতার দিই জোড়া দীঘির কালো জলে ইচ্ছে হল তলিয়ে যাই কিন্তু অতলের এক বিপ্রতীপ গতি শুধুই ভাসিয়ে তোলে। নীল মরিচীকার শূন্যে একদিন ইচ্ছে হল এভিস হতে বোকা গ্রীক যুবকের মত ব্যর্থ ডানা বানিয়েছিলাম কিন্তু ওড়া হয়নি; ধ্রুব ত্বরণে বার বার ভূপতিত হয়েছিলাম। একদিন মন্ত্রপড়া জলে দেশলাইয়ের কাঠি ভিজিয়ে বারুদের পৃষ্ঠায় ঘষেছিলাম ব্রত আগুন জ্বালাব বলে, ইচ্ছে পুরণের সেই কর্ম সফল হ্য়নি। সভ্যতার গোরস্থানে প্রেতেরা হাসে আমার দিকে তাকিয়ে, আর আমার কফিনের পেরেক গুলো খেয়ে আমি তখন চিৎকার করে বলি- বোকা নই আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।