শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়... আর ক'টা দিন, হারিয়ে যাবো, পাজর ভাঙ্গা মিথ্যেগুলোর জিভের লালা চোখের জলে ধুইয়ে দিয়ে, আর ক'টা দিন- উড়াল দেবো, মধ্যদুপুর, আকাশ জ্বালা রোদের আঁচে পুড়িয়ে আপন তিমিরপায়ী বিসংবাদী ডানার পালক, তুচ্ছ ব্যথার ঠুনকো শোকের আঘাত রাশির মোহনবাঁশি বাজিয়ে দেখিস, তোর দু'চোখে তীব্র সুখের আসহ্য পাপ ছাপিয়ে আমার বিষম ব্যথার অশ্রুগুলি- কাল সকালেই আবার নতুন সূর্য হবে। আবার আমি নতুন ভোরের সূর্য হবো। আবার আমি নতুন মেঘের আকাশভাঙ্গা বৃষ্টি হবো, শীল ঝরাবো, সাঁঝ-বিকেলে। আবার আমি ভাঙ্গন হবো; ঘূর্ণিজলে, গোত্তা খাওয়া উতল ঢেউয়ের স্রোতস্বতীর ভাঙ্গন পাগল বুকের কাঁপন, আমার হবে। সেই সকালের আকাশী-নীল; আমার হবে, আকাশ ভাঙ্গা বৃষ্টি নামা মেঘের কালোয় দিক হারানো চিলের ডানা; আমার হবে। কাঁচা সবুজ ঘাসের আদর; আমার হবে। হঠাৎ ঝোড়ো হাওয়ার কাঁদন, আমার হবে। ভীষণ রকম আমার যা আর হয়নি আমার- আমার বুকের খুব গভীরে আলতো ছুঁয়ে, সত্যিকারের সত্যি করে ভীষণ রকম.. আমার হবে.. আমার হবে.. আমার হবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।