আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্রতীপ

ভেবোনা আমি ঘুরে দাড়াব.......... তুমি তা চাওনি

মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি, জিহবার ছোঁয়ায় ধুয়ে গেছে গো সেই সে কবের আদর।। তবুও তুমি মাথা উচু করে, বারে বারে বলো... তোমায় ভালোবাসি!!! অন্তরে তোমার সর্বনাশা হাসি... অধর্মের খাঁচায় গুমরে কাদে মন পাখি আমার,কাদে মন পাখি... তবুও তুমি মাথা উচু করে, বারে বারে বলো... তোমায় ভালোবাসি!!! ভাঙ্গনের প্রলাপে রত, তোমার দৃষ্টিনদে, অবিরত বেঁচে রই, রক্তস্নাত হয়ে আমি, রক্তস্নাত হয়ে... তবুও তুমি মাথা উচু করে, বারে বারে বলো... তোমায় ভালোবাসি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।