vagabond only
বিপ্রতীপ
শোয়েব সর্বনাম
১.
বিপ্রতীপ সময়ের শব্দগুলো কবিতার খাতায় লিখবো বলে গুছিয়ে নিতে গিয়ে টের পাই সব নিঃশব্দগুলো পৃস্ঠাজুরে শাদা হয়ে থাকে; আমাকে মনে করিয়ে দেয় সে রাতের কথা- যে রাতে তোমাকে স্পর্শ করেছি আমি, আধারের ভিতর আর এক আধারে, ঘুমে; অথবা ভ্রমে- যা এক এক সময় সপ্ন বলে মনে হয়। আক্রান্ত হয়ে আবেশে; যদিও বুঝতে পারি না সেটা সপ্ন ছিল কি না . . . . .
২.
ক্রমশ বিপন্ন হতে থাকি আমি- বোধে
প্রবল বিপন্ন বোধ করি অস্তিত্বে
হয়তো কখনো খুব একা মনে হয়
এভাবেই কেটে যায় বিপ্রতীপ সময়
৩.
অস্থিরতা অনুভব করি শরীরের ভিতর শরীরে, বুঝতে পারি, প্রান্তরে বৃষ্টি যাপনের অনুভুতির চেয়ে বৃষ্টি নামের কবিতাটিই বেশিদিন বাচে- যদিও তুমি ভুল করে কবিতাকেই বৃষ্টি বলে মনে করে থাকো, অথবা ভাবতে পারো- বৃষ্টি এবং কবিতা হয়ত শব্দ এবং নিসঃশব্দ; যা এক এক সময় বিভ্রান্ত করে তোমাকে। আক্রান্ত হয়ে দহনে- এখনও জানি না বৃষ্টি অথবা কবিতা কখনও আমার কেউ ছিলো কি না . . . . .
৪.
ক্লান্ত সপ্নে আকা আমার আকাশ
হয়তো প্রেমের ছলে
মিথ্যে কোন বন্ধন-
তোমার শরীরে যে সপ্ন খেলা করে
সে সপ্নে শরীর রোমন্থন।
তুমি নেই, তাই বলে শরীরে
সপ্ন কি থেমে থাকে?
৫.
তারপর একদিন, এসব কিছুই যেন অস্তিত্ব হয়ে চলে যায় দূরে, তবু বোধ হয়ে ফিরে ফিরে আসে, শব্দ এবং নিসঃশব্দের পরম্পরায় কবিতাগুলো বৃষ্টি হয়ে ঝরে ঝরে পড়ে; অন্ধকারে- তবু বৃষ্টি নামের একটি বিষন্ন কবিতা এইসব বিপন্নতাকে বিপ্রতীপ মেঘেদের মতো বিভ্রান্ত করে রাখে সারারাত জুড়ে, সারারাত জুড়ে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।