"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা
তোমার জন্য আমার দু’চোখে জল
আমার জন্য তোমার দু’চোখে আলো
যদিও আমরা আর নাই কাছাকাছি
যদিও আমরা বাসিনি কাউকে ভালো।
আমরা ভাঙিনি বিধি-নিষেধের সীমা
আমরা খুলিনি মৌনতা নীল-খাম
তবু মাঝে মাঝে দু’চোখের কার্নিশে
দেখেছি পলকে চির চেনা সেই নাম।।
তোমার জন্য আমার দু’চোখে আলো
আমার জন্য তোমার দু’চোখে জল
যদিও আমরা আছি আজো কাছাকাছি
যদিও আমরা ভালোবাসি অবিরল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।