vagabond only
তারপর, যে রাতে প্রেয়সীকে স্পর্শ করি আমি, আধারের ভিতর আধারে,- জাগ্রত অথবা ঘুমে- যা এক এক সময় সপ্ন বলে মনে হয়- আক্রান্ত হয়ে আবেশে; যদিও বুঝতে পারি না সেটা সপ্ন ছিল কি না
ক্রমশ বিপন্ন মনে হয় নিজেকে- বোধে
অস্থিরতা অনুভব করি শরীরের ভিতর শরীরে, বুঝে যাই, প্রান্তরে বৃষ্টি যাপনের অনুভুতির চেয়ে বৃষ্টি নামের কবিতাটিই বেশিদিন বাচে- যদিও তুমি ভুল করে কবিতাকেই বৃষ্টি বলে মনে করে থাকো, অথবা ভাবতে পারো- বৃষ্টি এবং কবিতা উভয়েয় আমার প্রেয়সী- অথবা সপ্ন, হয়ত সপ্নই; আক্রান্ত হয়ে দহনে- এখনও জানি না বৃষ্টি অথবা কবিতা কখনও আমার কেউ ছিলো কি না
প্রবল বিপন্ন হয়ে যাই আমি- অস্তিত্বে
বুনো বাতাসের সুরে- এসব কিছুই অস্তিত্ব হয়ে চলে যায় দূরে, অথবা বোধ হয়ে ফিরে ফিরে আসে, তবু বৃষ্টি নামের একটি বিষন্ন কবিতা এইসব বিপন্নতাকে বিপ্রতীপ মেঘেদের মতো বিভ্রান্ত করে রাখে সারারাত জুড়ে, সারারাত জুড়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।