মাটির গন্ধ লেগে আছে গায়ে বিলাসী ফেনায় ধূয়ে ধূয়ে একাকার
তবু বিনাস নাই পারস্য সৌরভ ম্লান হয়ে যাচ্ছে বারবার।
বুনো ঘাসের অম্লান সৌরভ ঘিরে আছে অনুক্ষণ।
সোঁদা ভিজা ভিজা অঘ্রানের ধান কাটা মাঠের ঘ্রাণে মাতাল।
কোথায় যেনো কুলু কুলু শব্দ সুতীব্র শরীরে-
পঞ্চ ইন্দ্রিয় ভেসে যায় নোনা বাতাসে
শকুন শেন দৃষ্টি জড়িয়ে রাখে আস্ট্রেপৃষ্টে
আমার গল্প গুলো কখনই টানটান হয়ে উঠেনা -
তোমাদের ভেল্কিবাজী খেলার মতন।
চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি সততা না চালবাজী
কোন পক্ষ নেবে? সাদা মেঘের ভেলা আনমনে ভাসিয়ে
আমি চলে যেতেই ঝরে পরে চালবাজির হাততালি তোমাদের।
আমার কী? জেনে বুঝে এমনি যদি তুলে আনে মানুষ চমক।
স্নিগ্ধ সতেজ সততার বদলে মাতে চকমকি জৌলসে
একদিন সব কিছু হবে মিথ্যার পসার।
মাটির গন্ধ জড়িয়ে আমি শুয়ে থাকি নদী তীরে
খোলা হাওয়ায় যেখানে র্নিমল প্রকৃতির বিচরণ।
আমার কর্ণকুহরে ঝিঁঝিঁর মন্দিরা, বেনো জলের খলবল।
রাতজাগা পাখির সুরেলা তান ছায়াপথের আলো নিমফুল ঘ্রান
পসরাবাজী খেলার শব্দ অনেক দূরে।
চকমকি জীবনের উচ্ছাস ম্লান।
ফুলে ফেপে বেড়ে উঠা ফানুস বেলুন কতদূর আর উড়বে?
আমি জানি, উদভ্রান্ত গতির সীমানা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।