লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়।
আমার মেঘলা আকাশ।
তোমার রৌদ্দুজ্বল সকাল।
আমার ক্লান্ত দুপুর ।
তোমার শান্ত বিকেল ।
আমার তিমীর রাত্রি ।
তোমার পূর্নিমা আকাশ ।
আমার নিঃসঙ্গ প্রহর ।
তোমার কর্মময়তা রাত্রি দ্বি-প্রহর ।
আমার বৃষ্টি-বিলাশ,তোমার শীত-নিদ্রা ।
আমার বুকে উত্তাল সাগর, তোমার হ্দয় শান্ত কুটির ।
আমার চোখে অশ্রূ জোয়ার, ঝিকিমিকী তারা তোমার অখ্খিপটে ।
আমার বাঁধ-ভাঙ্গা ভালোবাসা, তবু পারি না তোমায় ভাসাতে ।
তুমি আমি বিপ্রতীপ, ভালোবাসার এই খেলাতে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।