আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্রতীপ

i am a simple man. ও'র ভালো লাগতো "পাহাড়", আর আমার "সমুদ্র"। । ব্যাস, ঐ ওইটুকুই। তারপর? তারপর আর কী! সুঢৌল পায়ে লাল চটচটে চটি পরে, মাথার উপর দিগন্ত জুড়ে বিছিয়ে থাকা বিশাল আকাশছোয়া স্বগর্বে দাড়ানো পাহাড়টায় থরথর করে উপরে উঠতে শুরু করল। ও সবসময় উপরেই উঠতে চাইত।

জিভের উপর। । ঠোটের উপর। । আমার উপর।

। রেলিংয়ের উপর। ছাদের উপর। পাহাড়ের উপর। শুনেছি আকাশ নাকি ও'র গন্তব্য ছিল।

গন্তব্যে? কী জানি বাপু! আমি তো কখনো ও'র পথের কাঁটা হইনি। আমি শুধু জানি, পাহাড়ের চূড়ায় মেঘ থাকে। শ্বেত শূভ্র পেঁজা তুলো মেঘ। হাত বাড়িয়ে ছোয়া যায়, ধরা যায়। কিন্ত বাতাস কিংবা রোদে তো মেঘ সরে যায়।

। হা হা হা। আর আমি? হুম, বলেছি তো। সমুদ্র। অকুল পাঁথারে হাতের তালু পেতে বারোভাজা ভেজে নাক, বুক, চোখ, ঠোট চুষে বিন্দু বিন্দু নোনাজলে নাভীতে সমুদ্র পেতেছি।

ঢেউয়ে ঢেউয়ে একই সমতলে ভাসতে চেয়েছি, ভাসাতে চেয়েছি। কখনো উপরে উঠতে বা নিচে নামতে চাইনি। জানতাম, সমুদ্রে 'বন্ধুর' বলে কোন ব্যাপার থাকে না। আজ বরং আমার কথা থাক। এখন? এখন আর কী‍!!! কর্কশ কড়াত হাতে, দাঁতে দাঁত চেপে পাহাড় কাটা শুরু করেছি।

হুম, আজ পর্যন্ত। । # রাহাতুল রাফি ২৮ পৌষ, ১৪১৯ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।