বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
বিপ্রতীপ
গ্রীষ্মের খর রৌদ্রের মতো শুষ্ক মন, বুভূক্ষ যৌবন
সারা দেহে ঘামের সোদা গন্ধ, স্বপ্নভারে ন্যুজ্ব মেরুদন্ড
বারবার এসে ঝাপটা মারে সিডোর
এলোমেলো নিউরণ- বিধ্বস্ত মন।
স্বপ্ন ভাংগার যাতনা আর নতূন স্বপ্ন বুননের আতংক
বিষাদময় জীবন-
পতনের প্রহরে গোনে সারাক্ষণ
এলোমেলো ভাবনাগুলো গোল্লাচ্ছুট খেলে
-উদ্বিগ্ন মন ।
ব্যর্থতার দীর্ঘ রজনী, নিজের সাথেই চলে স্বপ্নবাজি
একাকী সন্ধ্যা - অতীতের সাথে আড্ডামারি ।
কী সহজেই না জয় করা যেত সবকিছু
বিজয়ের জয়মাল্যে অতিষ্ট হতো অবসরগুলো,
আর এখন ! কী দু®প্রাপ্য !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।