আমাদের কথা খুঁজে নিন

   

এ জার্নি বাই ট্রেন

যা মাথায় আসে লিখে ফেলি ...:P

মাত্র ২৪ ঘন্টার জন্য বাড়ি গিয়ে ফিরে আসছিলাম যান্ত্রিকতায়। ট্রেনটা- ঠিক সকাল সাতটায় ছেড়েছিল। রাজ্যের ঘুম দু-চোখে, দুটো ঘন্টা তাতেই সমর্পিত। জেগে উঠে ঘোলাটে জানালার বাহিরে- নাওটী গ্রাম। আশ্চর্য সবুজ দীঘি।

রক্তাক্ত পলাশ। বড়ই গাছে দুষ্ট ছেলের ঝাঁকুনি। মধ্যবয়সী এক রমণীর বিষণ্ন দৃষ্টি। একটি শবযাত্রা। একাকী, নিশ্চুপ গোরস্থান।

কিছু শতছিন্ন ঘরবাড়ি। স্কুলের পথে কিছু শিশু। ধুলো-মোড়া ফসলের মাঠ। 'মাছে-ভাতে বাঙ্গালি'র মাছ চাষ। পথের ধারে বিবর্ণ-প্রায় শিমফুল।

আর এভাবেই- যাত্রা বয়ে চলে নিরন্তর, শেষ হয় না। ( a dedication to Jahir Raihan)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।