আমি স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন দেখি,স্বপ্ন বানাই,স্বপ্নেই করি বসত।
ঢাকা যাচ্ছি জাস্ট একদিনের জন্য,বরাবরের মত হানিফেই যাচ্ছি। এটা কোন ফ্যাক্ট না,ফ্যাক্ট গুলো হচ্ছে-
১.আমার ঠিক সামনেই দুইটা পরী যাচ্ছে। এক ঝলক দেখেই বুঝছি এই গুলা মানুষ হইতে পারে না,কোন দিনও না।
মানুষ এত সুন্দর হয় কেমনে? :o
২.আমার পাশের ছিটে যে ভাইয়া বসে আছে,খুব মনজোগ দিয়ে কার সাথে যেন টেক্সট আদান প্রদান
করছে। মুখের ম্যাপ দেখে মনে হচ্ছে জি এফ এর সাথে টেক্সট আদান প্রদান হচ্ছে আর বেশ ঝামেলাই বাধছে। যাই হোক ভাইয়ার কাছ থেকে দুরে থাকাই ভাল,বলা তো আর যায় না জি এফ এর রাগের বহিপ্রকাশ
যদি আমার উপর ঘটান।
৩.আমার পিছনের ছিটে দুইটা সুয়িট ভদ্র ভাইয়া বসে বসে গাড়ির হোম থিয়েটারে নাটক দেখছেন। আমি মোশাররফ করিমের নাটক একদমই পছন্দ করি না আর তাই জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি।
চারিদিকে শুধু সবুজ আর সবুজ বেশ ভালই লাগছে,নাটক দেখার চেয়ে এটাই বেশি উপভোগ করছি।
৪.আমার ঠিক পাশের দুই ছিটে বসে আছেন
এক ভাইয়া আর তার ওয়াইফ(দেখে তাই
মনে হচ্ছে)। আপুটাকে একটু ছিক
মনে হচ্ছে আর ভাইয়া খুবি কেয়ার করছেন
আপুটার। দেখে অনেক ভাল লাগছে,জয় হোক
ভালবাসার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।