আমাদের কথা খুঁজে নিন

   

এখনো চলছে হামলা

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা কমে এলেও একেবারে বন্ধ হয়নি। অনেক স্থানে গতকালও ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা। যশোরের মনিরামপুরের ঋষিপলি্লতে দুই গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৌলভীবাজারে হিন্দুবাড়িতে দেবতার মূর্তি চুরি হয়েছে। গাইবান্ধায় আরও দুই সংখ্যালঘুর বাড়ি ও দোকানে চালানো হয়েছে ভাঙচুর ও লুটপাট। গাজীপুরের কাপাসিয়ায় হিন্দুবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গতকালও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার ও রাজনৈতিক সংগঠন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

যশোর : বুধবার রাতে জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের হাজেরাইল ঋষিপলি্লতে দুই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে এ বিষয়ে মনিরামপুর থানায় দুটি মামলা হয়েছে। ঘটনার শিকার দুই নারীর ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, মুখবাঁধা সাত-আটজন যুবক বুধবার রাতে ওই ঋষিপলি্লর দুটি বাড়িতে হানা দেয়। এ সময় দুই গৃহবধূ ধর্ষণের শিকার হন। পরদিন ঋষিপলি্লতে বিষয়টি জানাজানি হলেও ভয়ে তারা মুখ খোলেননি। এমনকি থানায়ও করেননি কোনো অভিযোগ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় যুবকরা প্রতিদিন রাত জেগে পাহারা দিচ্ছেন ঋষিপলি্ল। ঘটনার শিকার এক গৃহবধূ জানান, ঘটনার দিন রাতে স্বামীকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে ছিলেন তিনি। রাত দেড়টার দিকে সাত-আটজন মুখবাঁধা লোক অস্ত্রের মুখে স্বামীকে বেঁধে রেখে তার ওপর নির্যাতন চালায়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, বুধবার দিবাগত রাতে ঋষিপলি্লতে দুই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে তারা অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে গতকাল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ঘটনার শিকার দুই নারীর ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

গাইবান্ধা : সাদুল্যাপুরে দুই সংখ্যালঘুর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদকরিম গ্রামের বুড়ির বাজার এলাকায় সুবল চন্দ দাসের বাড়িতে হামলা চালিয়ে শয়নকক্ষ ও পানের বরজ তছতছ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই উপজেলার নলডাঙ্গা বাজারের সুভেন্দ সূত্রধরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পরিবারগুলো।

গাজীপুর (কাপাসিয়া) : হিন্দু সম্প্রদায়ের এক বাড়ির খড়ের গাদায় রাতের অাঁধারে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী মালিবাড়ী এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ভাকোয়াদী মালিবাড়ী এলাকার সুমন্ত চন্দ দাসের বাড়ির আঙিনায় থাকা খড়ের গাদায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। সুমন্ত চন্দ দাস বলেন, নির্বাচনে মালিবাড়ী এলাকার সব হিন্দু লোক ভোট দিতে গেলেও আমি যাইনি। এ কারণেই দুর্বৃত্তরা নির্বাচনের পরদিন আমার লাউ ও সবজি বাগানে হামলা করে ৩০-৩৫টি গাছ কেটে ফেলেছে। এখন বাড়িতে আগুন দিয়েছে। ৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি সাইফুল ইসলাম টিপু ভূঁইয়া জানান, সুমন্ত ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সদস্য।

মৌলভীবাজার : শুক্রবার ভোররাতে রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির মহলাল গ্রামের হিন্দুবাড়িতে মূর্তি চুরি করেছে দুর্বৃত্তরা। বাড়ির মালিক হরিপদ ঘোষ অধিকারী জানান, ভোররাত সাড়ে ৩টায় টিন কাটার শব্দ শুনলেও ভয়ে ঘর থেকে বের হননি। সকালে দেখতে পান দেবতাঘরের টিন কেটে কে বা কারা দুটি কাঠের মূর্তি, কিছু স্বর্ণালংকার ও বাসনপত্র নিয়ে গেছে। এ ছাড়া তার গৃহপালিত কুকুরকে বিষাক্ত খাবার দিয়ে অজ্ঞান করে রাখে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

দিনাজপুর : সদরের কর্নাই বাজারে অগি্নসংযোগ হিন্দু ও মুসলিমদের বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনায় চার শতাধিক ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। কর্নাই হাজিপাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী পারুল বেগম বাদী হয়ে স্থানীয় বর্তমান ইউপি সদস্য নাজির আহমেদকে প্রধান আসামি করে ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলায় এ পর্যন্ত ৩৩ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিভিন্ন স্লোগান-সংবলিত প্লাকার্ড ও ব্যানার নিয়ে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। বক্তারা বলেন, আওয়ামী লীগে অনেক ভেজাল আওয়ামী লীগার রয়েছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। এদিকে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে হিন্দু-বৌদ্ধ-খৃীষ্টান ঐক্য পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া : দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, বাড়িঘরে অগি্নসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গতকাল জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গোপালগঞ্জ : সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও বাড়িঘরে অগি্নকাণ্ডের প্রতিবাদে কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ভাঙ্গারহাটে 'কোটালীপাড়াবাসী' এ মানববন্ধনের আয়োজন করে।

মাদারীপুর : সন্ত্রাস ও সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা উদীচী। গতকাল শুক্রবার বেলা ১১টায় তারা পুরান বাজার শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠপট্টিতে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে উদীচী ছাড়াও সমমনা কয়েকটি সংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

রাজবাড়ী : সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নিমর্ূল কমিটি ও উদীচী শিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে গতকাল মানববন্ধন হয়েছে। স্থানীয় শহীদ স্মৃতি মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

নেত্রকোনা : সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাংস্কৃতিক সামজিক সংগঠনগুলো। স্থানীয় শহীদ মিনারের সামনে গতকাল বিকেলে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, ন্যাপের সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, মহিলা পরিষদের সাধারন সম্পাদক রেহানা সিদ্দিকী প্রমুখ। এর আগে দুপুরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.