আমাদের কথা খুঁজে নিন

   

আর্তনাদ (পূনরায় পোষ্ট কারন তখন ফ্রন্ট পেজে একসেস দেয়া হয়নি)

কিবোর্ড নস্ট তাই লিথতে পারি না।

অশ্রু শুধু ঝড়ে সকাল দুপুর সাঝে বুক ফেটে যায় যন্ত্রনায় নাওয়া খাওয়া সকল, হলো যে সব নকলকরছে শুধু হায় হায়। ভোরে ওঠে রবি, মিষ্টি দিনের ছবি বাবা মোর কই, সোনা বাবা আয়, মন শুধু কয় বুকে নিয়ে কষ্ট অথৈ। দুপুরে লুটালুটি, পাঠ্যশালা ছুটি বুকে তুই ধররে সন্ধ্যা নামে পাঠে সকলে ঘরে ছুটে ফিরল নাতো বাবা যাকে মন দেখে তাকেই শুধু কয় কইরে আমার বাবা। গভীর হলো রাত, সন্তানের আর্তনাদ কাঁদছে চারদিক সন্তানের শুধু বুলি, বাবা কোথায় গেলি করে শূন্য বুক। স্মৃতি বুকে ধরে যাই সমাধীর ধারে তুলে দুই হাত মহান প্রভুর তরে আড়শে রেখো তারে এতিম সন্তানের মুনাজাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।