আমাদের কথা খুঁজে নিন

   

এ জার্নি বাই বাস - মহাখালী টু মোহাম্মদপুর

সময় হারিয়ে যাচ্ছে, কিন্তু.......................

মহাখালী খেকে গতকাল আমি কাউন্টার সার্ভিস (নাকি লোকাল সার্ভিস?) বাসে মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা হই। সময় সন্ধ্যা ৬.৩০ ঘটিকা। কাউন্টারে ৮-১০ মিনিট ব্রেক দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। শহীদ জাহাঙ্গির গেটে আসতে সময় লাগল মাত্র ১৮-২০ মিনিট (সময় লাগার কথা সর্বোচ্চ ৫ মিনিট)। তারপর শুরু হলো বিশ্ববিখ্যাত ঐতিহাসিক জ্যাম, যা সবসময়ই থাকে। সমস্যা হলো এক ভদ্রলোককে নিয়ে। কিছুক্ষন পরপর তার মোবাইল ফোনে রিং বাজতে থাকে এবং নান রকম উদ্ভট সব বিষয়ে কথা বলতে থাকে, যেমন: আলুর বাজার কেমন, কলার বাজার কেমন, বাসায় বউ আছে কিনা, এরকম আরও নানা রকম প্রশ্ন। একে তো অনেক গরম তার উপরে প্রচন্ড ভীর তাছাড়াও বোনাস হিসাবে আছে ১.৩০ মিনিটের জ্যাম ঠিক এমন সময় এক যাত্রী ঐ ভদ্রলোককে বললেন ভাই আর বাদ রাখলেন কি? আলু, পটল, বউ সবই তো বললেন এবার শালীকার খবরটা জেনে নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।