আমাদের কথা খুঁজে নিন

   

কুবির নিয়োগ কার্যক্রম স্থডসু

এক শিক্ষকের করা রিটের ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সব নিয়োগ কার্যক্রম এবং পদোন্নতি স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও জাফর আহামেদের সমন্বিত বেঞ্চ গতকাল এ স্থগিতাদেশ দেন। অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণের ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন করে আসছেন উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন খান। ১৬ সেপ্টেম্বর নিয়মের তোয়াক্কা না করে বোর্ড বসানোর প্রতিবাদে লোকপ্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামাল নিয়োগ বোর্ডে উপস্থিত হননি। এ কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মাসুদার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। এ কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত ও উপাচার্যকে চার সপ্তাহের মধ্যে রিটের জবাব দিতে নির্দেশ দেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.