আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রচার নিয়ে বিভ্রান্তি

টি-২০ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে গুঞ্জনের শেষ নেই। প্রশ্ন উঠেছে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এ আসরের ম্যাচ সরাসরি ক'টি টিভিতে সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ছাড়াও বিটিভি ও মাছরাঙাতে সরাসরি ম্যাচ দেখানোর কথা রয়েছে। এখন শোনা যাচ্ছে গাজী টিভিও খেলা দেখানোর ব্যবস্থা করবে। অথচ নিয়ম অনুযায়ী স্বত্ব ক্রয় ছাড়া অন্য কোনো টিভি ম্যাচ সম্প্রচার করার কথা নয়। এবার টি-২০ বিশ্বকাপের টেলিস্ট্রিয়াল ও স্যাটেলাইট স্বত্ব পেয়েছে মাইম্প কনসোর্টিয়াম। ১৮ ফেব্রুয়ারি জাঁকজমক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাইম্প কনসোর্টিয়ামের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মাইম্প কনসোর্টিয়াম গঠিত হয়েছে মিডিয়াকম, আরডেন্ট এশিয়াটিক মাইন্ড শেয়ার, ইম্প্রেস টেলিফিল্ম মাত্রা ও প্রপার্টির সমন্বয়ে। তাদের তথ্য অনুযায়ী বিটিভি ও মাছরাঙা টিভির সঙ্গেই শুধু সম্প্রচারের চুক্তি করেছে। সুতরাং প্রশ্ন উঠেছে চুক্তি ছাড়া গাজী টিভি কিভাবে টি-২০ বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে। শুধু তাই নয় আরেকটি টিভিও নাকি ম্যাচ দেখানোর চেষ্টা চালাচ্ছে।

গাজী টিভি ম্যাচ সম্প্রচারের ব্যাপারে বড় ভূমিকা রাখছেন নাকি মাইনুল নামে এক ব্যক্তি। ক্রীড়াঙ্গনে জোর গুজব মাইনুল গাজী টিভির হয়ে স্টারের সঙ্গে দেন-দরবার করে টি-২০ বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছেন। অবশ্য মাইনুলের সঙ্গে টেলিফোনে আলাপ করা হলে তিনি অস্বীকার করে বলেন, 'কে বা কারা আমার নামে গুজব ছড়াচ্ছেন আমি জানি না। আমি ৮ মার্চ থেকে দেশের বাইরে রয়েছি। ফিরব ১৯ মার্চ। জানা গেছে বিটিভি স্পন্সর সংকটে থাকলেও গাজী টিভি নাকি এ ক্ষেত্রে এগিয়ে আছে। ইতোমধ্যে তাদের সঙ্গে বহুজাতিক এক কোম্পানির স্পন্সরের চুক্তিও হয়ে গেছে। বাংলাদেশে এর আগে ক্রিকেটে অনেক আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবারের মতো সম্প্রচারকে কেন্দ্র করে বিভ্রান্তি দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলতে পারছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.