আমাদের কথা খুঁজে নিন

   

চার জেলায় সংঘর্ষে শিশু নিহত, আহত ৫২

কিশোরগঞ্জের তাড়াইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে শিশু নিহত এবং মুন্সীগঞ্জ, ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বা মহিলাসহ ৫২ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল দুপুরে হাঁস রাখাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শামুকজানী গ্রামের জামাল মিয়ার শিশুকন্যা তন্নী আক্তার (৯) নিহত এবং উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুুজনকে আটক করেছেন।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে খাসজমির দখল নিয়ে সংঘর্ষে ৬ মাসের অন্তঃসত্ত্বা মহিলাসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। জানা যায়, উত্তর মেদিনী মণ্ডল গ্রামের রহিম সিকদার ও তার স্ত্রী হামিদা বেগম বাড়ির পাশের সরকারি খাস জায়গায় কাজ করতে গেলে পাশের বাড়ির অরুণ মিয়া বাধা দেন। একপর্যায়ে অরুণ মিয়া রহিম সিকদারের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় রহিম পাল্টা অরুণের মাথায় লাঠি দিয়ে আঘাত করে দ্রুত স্ত্রীকে নিয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে সংঘবদ্ধ হয়ে অরুণের লোকজন রহিম মিয়ার বাড়ি আক্রমণ করে আসবাবপত্র, টিভি-ফ্রিজ ভাঙচুর ও টাকা লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিকালে তারা লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রহিম ও তার স্ত্রীর উপর আক্রমণের চেষ্টা করেন। ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে গতকাল দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। এদের মধ্যে এলাহী বিশ্বাস, নজরুল ইসলাম ও জলিমুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শৈলকুপা থানার ওসি জানান, তিন দিন আগে উপজেলার সিদ্ধি গ্রামে রফিকুল ইসলাম ও রাজু আহম্মেদের মধ্যে নারিকেল গাছের পাতা কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্ব হয়। এর জের ধরে গতকাল সকালে তুজাম্মেল হোসেন ও তপন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ২২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা জমির বিরোধ নিয়ে দুটি পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.