হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। বিখ্যাতদের উক্তি আমরা সবাই শুনি, সোনার হরফে বিভিন্ন জায়গায় লিখা থাকে। সেগুলি লিখে আপনাদের বিরক্ত না করে কয়েক টি অখ্যাত লোকের উক্তি শেয়ার করিঃ
দূর পাল্লার বাসে উঠে বসে আছি। নির্ধারিত সময় পেরিয়ে গেছে। ড্রাইভার ও স্টিয়ারিং –এ বসে রেডি।
সুপারভাইজর কাউন্টারে কাগজ পত্র বুঝে নিতেছে। অধৈর্য এক যাত্রী ড্রাইভার কে উদ্দেশ্য করে বললেন, ভাই গাড়ি ছাড়েন। ড্রাইভারের উক্তিঃ
“আমি গাড়ি ছাড়ি না, আমি গাড়ি চালাই। যে গাড়ি ছাড়ে তাকে বলেন”। "
এখন মাঝে মাঝে মনে হয়, এই দেশ টা কে ছাড়ে আর কে চালায়? হিলারী আসলে হুমড়ি খেয়ে পড়ে আমাদের অভিযোগ জানায়, আমরা নিজেরা আমাদের সমস্যা সমাধান করতে পারি না।
ধিক!
রাস্তায় ওভার হিয়ার করা একটি উক্তি বেশ মনে ধরেছিলঃ
“শয়তানের সাথে ঘর করা যায়, কিন্তু বেয়াদবের সাথে ঘর করা যায় না”
সেদিন বিআরটিএ অফিসে যেতে হয়েছিল, বিরক্তিকর অপেক্ষা, গরম, ভিড়। কারেন্ট চলে যাওয়া নিয়ে কথা উঠেছে, অসহ্য গরমের অভযোগ উঠছে। এর মধ্যে এক মুরুব্বীর গলা শোনা গেল,
“এখন তো আওয়ামী লীগের কারো গরম লাগবো না, গরম লাগব সব বিএনপি ওয়ালা দের, আওয়ামী লীগে যোগ দেও দেখবা কেমন আরাম লাগে”
বাসার ব্যবহৃত পানি ড্রেন বেয়ে নদীতে যেয়ে পড়ে এটা শোনবার পর আমার পাচ বছরের পুত্রধনের মন্তব্য ছিল
"নদীগুলো কে তাহলে পুকুর বলতে হয়"
Click This Link
পাড়ার দোকানে চা খাচ্ছি। ১০-১২ বছরের একটি ছেলে দোকান চালায়। হন্তদন্ত হয়ে এক যুবকের আগমন, পোষাকে কেতাদুরস্ত, চুল উস্কোখুস্কো।
খুব তাড়াহুড়া/অস্থির।
এই মালবোরো আছে, সাদা?
না মামা, সাদা নাই, লাল টা আছে।
বিরক্তি প্রকাশ করে ভদ্রলোকের প্রস্থান। উনি যাবার পরেই, ছেলেটির স্বগোতক্তিঃ
“দড়ি ছিইড়া আইছে যানি কোনহান থেইকা”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।