কাদের মোল্লা + সাঈদী'র বিচার স্বচ্ছ করা হোক। তাঁরা দু'জন যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে তাদের এখনই মুক্তি দেয়া হোক আর যদি দোষী প্রমাণিত হন তাহলে মৃত্যুদণ্ড, বিচার বিভাগের কাছে একটাই চাওয়া- একুশ শতকে এসে যেন এসব ব্যাপার নিয়ে কোন অন্যায়, অনিয়ম, দুর্নীতি না হয়। সরকার তার নির্বাচনী ইসতিহারে যুদ্ধাপরাধী দের বিচার করার অঙ্গিকার করেছিলেন, জনগনের নাকের ডগায় মুলো ঝুলিয়েছেন। জনগন সে মুলো ভক্ষন করেছে ঠিকই কিন্তু বিচারের নামে প্রহসন কিংবা নাম মাত্র বিচার করা হলে জনগন কিন্তু মুলো হজম করবে না। বমি করে ডাস্টবিনে ফেলে দেয়ার ক্ষমতা জনগনের আছে। সরকারি দলের উদ্দেশ্যে বলতে চাই- আগামী নির্বাচনে ধর্মপ্রিয় মুসলমানদের ভোট পাওয়ার লোভে বিচারের নামে আমাদের আবেগ নিয়ে আর খেলবেন না। দুই নৌকায় পা দেওয়ার পরিণাম ভালো হয়না, কখনো হবেও না।। তাই দুই পক্ষের 'মন' রাখার চেষ্টা করবেন না, যেটা ন্যায় বিচার সেটাই করুন, প্লিজ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।