আমাদের কথা খুঁজে নিন

   

অখ্যাত কবির ভালবাসা



ভালবাসা আটকে থাকে গাছের ডালে, অথবা পিষ্ঠ হয় চাকার নিচে, অথবা হারিয়ে যায় গভীর স্রোতে অথবা হারিয়ে যায় না বলা কথায়। অথবা ঘোরাঘুরি করে আমাদের চারপাশে অথবা আবদ্ধ থাকে কবিতার পংক্তিতে। অথবা অর্ধজীবিত হয়ে বেঁচে থাকে উপন্যাসের পাতায়, ছায়াছবির ফ্রেমে। অথচ ধরা দেয় না বাস্তবে! অথবা দেয়, জ়ীবনঘন জটিলতায় তাকে হারিয়ে ফেলি পুনরায়। অথবা তাকে খুজে পাই অনেক পরে জীবনের অস্বচ্ছ যাঞ্জটে, একটি পুষ্পের মৃত্যুতে সে এখন আর কাঁদেনা, অসংখ্য মৃত পুষ্প পাশ কাটিয়ে সে এসেছে এতদুর! অনেক মুল্য দিয়ে সে একটি হাসি কিনে না! কাশফুল নেই বলে, সে কংক্রীটের শহরকে অভিশাপ দেয় না। সে এখন এই কংক্রীটেরই অংশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.