shamseerbd@yahoo.com
পরবাসে উদাসী , পরবাসী মন তার। মাঝে মাঝে মনে হয় খৈই হারিয়ে ফেলছে । হজম শক্তি ও কিন্চিত কমিয়া গেছে বলে মনে হয়। মনের ব্যাফক ভাব নিয়া সে আজকাল মাতৃভাষা বাদ দিয়ে ইংরেজী ভাষায় কবিতা চর্চাও শুরু করে দিছে। যাবার আগে আমারে একদিন অফিস প্রজেক্টে চরম দৌড়ের উপর রাখিয়া সে ভাগিয়াছে।
সে প্রজেক্ট আজও আলোর মুখ দেখে নাই, অথচ আমারে হুদাই দৌড়ানি খাওয়াইছিল। আফসোস তারে একদিন ও দৌড়ের উপর রাখতে পারলমানা ।
উদাসী আজ নিজে নিজে কবিতা বানায় , ঘুমের মাঝে আবোলতাবোল স্বপ্নও দেখে , হায়রে উদাসী। তার নিজ হস্তে টাইপ করা কবিতা
The distance from the point
Where we stopped
and walked away
And the rest of my life
I am just watching the distance growing
Sometimes it hurts like a woundless pain
Pityful is nothing
But just to shed tears nomore
I still stand waiting for the same
Wish I could vanish it all and all the blame
The distance from my existence
From my eyesight
From my heart beat
From my feelings
Perhaps you are now the happy one
Leaving me behind
What I am not supposed to be.
I try to catch you in the wind
Sometimes in my dream
Or sometimes in reality
Cloud drizzles on my palm
Or the sun shines on my face
Or the snow covers my loneliness
You are still the same like mountains of thousand years
Sometimes I thought I born for your smile
Sometimes I thought I born for your stare
All the things you have gift in those days
Perhaps my memory is not able to erase
Days after months
Months after years
Counting end of my presence
But I still watching you in my distance!
কি মনে কইরা আমিও এটার একখান ভাবানুবাদ দাঁড় করালাম:
অবাক হই যখন দেখি
আমি শুধু ছুটে চলেছি
সেই শুরু থেকে
এখনও
ছুটছিত ছুটছিই।
জানি অপারগ, তবুও ভাবনায়
একদিন আমি ছুয়ে দেখব
সেই ফেলে আসা আঁতুরঘর।
অপেক্ষায় ক্লন্তিহীন
দৃষ্টি মলিন
দুরত্ব নিয়ত প্রসারিত
তবুও আমি নই উদাসীন।
আমার হাসি, আমার উচ্ছ্বাস
আমার অপেক্ষা
জানি অপারগ, তবুও ভাবনায়
একদিন আমি ছুয়ে দেখব
সেই ফেলে আসা আঁতুরঘর।
উদাসীর লিংক :
Click This Link
ভাল থাক উদাস সব ভাবনা নিয়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।