আমাদের কথা খুঁজে নিন

   

উদাসীর এ লেখা শুধু একজনের জন্যই! But Pappu can't dance,শালা !

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম......... না ফিল্মের রিভিউ দিমু না, টাইম নাই! কারন একটা আবেগী নিউজ শুনলাম, আমাদের গজরাজ ওরফে রাজন (আমাগো অন্যতম ভদ্রপোলা) কানাডার ভিসা পেলো আজকে। স্কলারশীপ পেয়েছিলো বহু আগে কিন্তু আজকে ভিসা পাওয়াটায় বেশ চুপচাপ ছিলো। ও ওর খুব ক্লোজেস্টকেও জানায়নি। আমাকে বলেছিলো মুখে স্কচটেপ দিয়ে রাখতে।

আজকে মুখ থেকে স্কচটেপ খুললাম। যা ব্যাটা যা, সুপারইন্টালিজেন্ট ম্যাটেরিয়াল বানা! নাহ রিভিউটা দিয়াই দেই! একটা ছবি দেখলাম। জানে তু! হাল জামানার হিন্দি সিনেমার অবস্হা এরকম যাচ্ছিলো যে বাংলা সিনেমার লিস্টে হিট হিন্দি সিনেমার নাম ফেলবো কি না ইনডিসিশনে ছিলাম। তবে এ ছবিটি কি চোখে আঙ্গুল দিয়ে দেখালো,"না আমি হারি নাই। " আসলেই ছবিটা দারুন! একটা চরিত্র মেঘনা।

খুবই সুন্দর মাইন্ড ব্লোয়িং। প্রতিদিন সকালে উঠে ছাদে যেতো, গায়ে জড়াতো একটা কাশ্মিরী শাল। সকালের শীতল বাতাসে গায়ে চাদর জড়িয়ে দেখতো কুয়াশা ঘেরা ঘুমন্তপ্রায় একটা শহর। মাঝে মাঝে কিছু পাখি উড়ে যেতো এদিক ওদিক। হাতে কিছু চালের গুড়ী নিয়ে হাত বাড়াতো প্রতিদিন, কোনো না কোনো পাখি অবশ্যই এসে সেগুলো খেতো, বসতো তার মোলায়েম হাতে।

স্বপ্নে হারিয়ে যেতো তখনই। সুন্দর একটা মেয়েলী জীবন, যেনো ডিজাইন করা হয়েছে একটা মেয়ের জন্য, সে সুখেই থাকবে সারা জীবন, কোনো এক সময় এক স্বপ্নের রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে। সে তার পিঠে উঠে চলে যাবে স্বপ্নের, হবে স্বপ্নের রানী! না এই ছবির কাহিনী এরকম না। এই ছবিতে মেঘনা চরিত্রটা একটু অন্যরকম। সে তার বাবা মার একমাত্র মেয়ে।

তার মতে উনারা এ পৃথিবীর সবচেয়ে সুখী কাপল। যার সাথে দেখা হয় তাকেই বলে এত সুখী কাপল সে জীবনে দেখেনি। সবসময় ঝগড়া করবে- খুনসুটি। নিজেরা নিজেদের মাঝে ডুবে থাকবে, করবে ফান। একটা সময় তার বাসায় এলো কেন্দ্রীয় চরিত্রটি।

চেহারা পুরাই উল্টা। মেয়েটার পিতা সারাক্ষণ মদের নেশায়, যে ৬ গ্লাসের নীচে ফেড আউট হয় না। তার মা আবার সবার সাথেই ফ্লার্ট করে বেড়ায় এবং তাদের দুজনার সাথে কখনোই মিলতো না। এর অবশ্য কারন আছে। কিন্তু এটা ইগনোর করতো মেয়েটি-কারন মেয়েটা স্বপ্নে থাকতে ভালোবাসতো।

একটা সময় নায়ক মেয়েটিকে বলতে বাধ্য হয়, বাধ্য হয় যা সে বলছে আসলে বাস্তবতা অন্যরকম। তখন মেয়েটার সারমর্ম ছিলো, তার স্বপ্ন একদিন ভাঙবে কিন্তু যতদিন না ভাংবে ততদিন এটাই দেখতে চায়। সো লেটস বি ইট! আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু ওখানে বাস করাটা খুব একটা সুবিধার না। স্বপ্নে বাস করা আর সূক্ষ্ম পসিবিলিটি নিয়ে কাজ করা টোটালি আলাদা। আমি কাউকে চিনি যে ইচ্ছে করেই একটা স্বপ্ন দেখছে সুখী হবার, কারন সে বিশ্বাস করে তার হাতেই আছে স্বপ্নের চাবিকাঠি।

আমি ফেরাতে পারিনি, পারবোও না। হয়তোবা একদিন আমার সামনে দিয়েই দুজনে দুহাত ধরে চলে যাবে সুখের সাগরে। আমি তাই আশা করছি। সে সুখে থাকুক। এমন যেনো না হয় ঐ মেয়েটার মতো যে শুধু স্বপ্নে থাকতেই ভালোবাসে।

ভয় হয় কেউ যেনো না ঠকায়, এ পৃথিবীটা আমার জন্য খুব সুন্দর, কারন বিরহ আমাকে দিয়েছে কিছু লেখার ক্ষমতা আর মরে যাবার জন্য একটা সুন্দর কবর। কিন্তু ও যদি ঠকে যায়, তাহলে তো............. কেনো যে রাজনদের মতো হলাম না...অথবা গুজরান খা?! একটা থ্রেট দিতে চাই পিচ্চিকে: হয়তো জীবিত অবস্হায় তাকে পাওয়া হবে না, অথবা মৃত্যুর পর কড়া জাহান্নাম। একদিন পুড়তে পুড়তে সকল পাপের হিসেব মিলিয়ে পাবো জান্নাত। হ্যা, সেসময় সবচেয়ে সুন্দর হুর পরীগুলো আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু আমার তখন একটাই টার্গেট।

যতদূর জানি জান্নাতে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমি চোখদুটো বন্ধ করবো," হে আল্লাহ, সকল হুরপরীর বদলে আমার ওকেই চাই!" দেখি তখন তুমি কি করো? But Pappu can't dance,শালা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.