আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
সকাল বেলা প্রাত্যহিক হিসাব সারিয়া উঠিলাম একুশেতে, কি ঝামেলা, সিট পাইলাম না! খাড়ায়া যাওয়া শুরু করলাম, মন চাইলো কি করুম সেইটা চিন্তা করতে, মাগার মাথায় কিছু খেলতাছে না, খেলতাছে রাইতে দেখা মধুর স্বপ্ন। যাই হোক বাসে মানুষ উঠিতে লাগিলো উদাসী চাপিতে লাগিলো, উদাসী লক্ষ্য করিলো সে চিপায় দাড়ানোর সুবাদে নারীবেস্টিত হইয়া গেলো, উদাসী স্বপ্ন দেখা বাদ দিয়া ভাব মারিতে লাগিলো চোখা চোখি হইলে বাচপান কা টান্কি মারিতে লাগিলো। হঠাত কি হইলো বাস একটু জোড়েই ব্রেক কষিলো আর উদাসী অনিচ্ছা থাকা সত্তেও শরীর সমেত এক সুন্দরী মধ্যবয়স্কার উপর স্পর্শ খাইলো। শুধু স্পর্শ খাইলে ঠিকই ছিলো, কিন্তু কান্ধে থাক জামাকাপড়ের ব্যাগ সামলাইতে গিয়া হস্ত খানা বেজায়গায় গেলো। উদাসী ভাবিলো আইজ কম্ম সারা! এদিকে ঐ মহিলা পিছন ফিরিয়া বলিল এরূপ বলিল," ছিঃ লম্পট, বাসায় কি মা বোন নাই? মেয়ে মানুষ দেখলেই মাথা ঠিক থাকে না কি?" আমি কইলাম," কেমতে কি? আমি কি ইচ্ছা কইরা হাত দিছি নাকি?"
-আপনি কি দেখে দাড়াবেন না?
এরকম সময় ড্রাইভার রাস্তায় চোখ রাইখা কইলো, "ভাইয়েরা হাত সামলাইয়া রাখেন, ব্রেক হঠাত করতে হইতাছে!"
দেখিলাম বাসের বৃদ্ধ-চ্যাংড়া উদাসীর দিকে বজ্রদৃষ্টি নিক্ষেপ করিতেছে। আবার কয়েক জন আফসোস দৃষ্টি নিক্ষেপ করিতেছে।
উদাসী প্রমাদ গুনিলো, প্রতিদিন দেরী কইরা ঘুম থিকা উঠার কারনে সে অফিসের বাস মিস করে। ফলস্বরুপ যাইতে হয় বাসে। কবে যে উদাসীর বুদ্ধ হইবে কে জানে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।