সুখীমানুষ
সমস্ত আকাশ জুড়ে শুধু ঘোলাটে মেঘ আর মেঘ
কোন বিজলী নেই, বজ্র নেই, মায়াময় মেঘলাটে অন্ধকার;
অঝরে নিরিবিলি বর্ষাধারা কান্তিহীন ভাবে ঝরছে।
এত সুন্দর!! এত মায়াময় শিহরন কেন জাগায় এ বর্ষ আমাতে?
হায় অসীম সুন্দর সেই স্বর্গে কি এমন বৃষ্টি আছে?
এমন বর্ষায় বড় ইচ্ছে হচ্ছে, বুকের ভিতর থেকে একটা ইচ্ছে-
ধূসর বৃষ্টিতে তোমার দ্বারে কাক ভিজা হয়ে গিয়ে
তোমাকে বলতে ”চলোনা দুজনে মিলে বৃষ্টি-বিলাস করি”
আচ্ছা এমন মায়াময় বর্ষাকি তোমাকে মোর মত পাগল করেনা?
আমি বৃষ্টি সুধায় ভিজে মাতাল হয়ে গিয়ে
তোমায় যদি বলি ”ওগো চলনা যাই...”
তুমি উদাশ হয়ে সম্মতির স্বরে বলবেনা "কোথায়...?”
আমি তখন বলবো ”দূরে... অ..নে..ক... দূ.....রে
যেখানে কেউ নেই, শুধু আমি, তুমি, ধূসর বর্ষা ধারা
আর সবুজ একটা বনানী”।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।