আমাদের কথা খুঁজে নিন

   

উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

আমার জান, আমাকে করে দিস মাফ আমি তোকে দিতে পারলাম না কিছু আমি অযোগ্য ছিলাম তোর জন্য, এই দুনিয়ায় ভালোবাসা পাবার জন্য! দারিদ্র প্রতিদিন প্রতিবেলা কুড়ে কুড়ে খায় আমি হন্নে হয়ে খুজে ফিরি তোর জন্য অন্ন রাস্তায় দাড়িয়ে থাকা বিষন্ন টোকাই নিত্য ধর্ষনে মত্ত সমাজের উচ্চবিত্ত মালিকেরা! আমি লুকোতাম অশ্রুগুলো নীল আকাশের নীচে ইদানিং সেখানেও যন্ত্রেরা ছিন্ন করে বিষন্ন নীরবতা! আমার পরানের চাদ তোকে পড়াতে পারেনি নীল টিপ শুধু অশ্রু ঝরাবি আমার নিস্পন্দিত চেহারার উপর। আজকে মানুষ জানবে এক পরাজিত মানুষের গল্প জানবে কত কস্ট লুকিয়ে মুচকি হাসির নীচে। কেউ বলবে বড় ভালো মানুষ ছিলো কেউ আসবে তার পাওনা টাকার হিসাব চাইতে। সবাই যাবে খালি হাতে, ঝরবে হাজারো অভিশাপ শুধু কাদবি হয়তো জান আমার অশ্রু গুলো অর্থহীন। কেউ বুঝেনি নিঃসঙ্গ মানুষ বুঝবি তুই আমার আকুতি আমাকে মাফ করে দিস তোকে হাসাতে পারিনি এক জীবনে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.