আমাদের কথা খুঁজে নিন

   

উদাসীর মনের ভাব উদগীরন! তাড়াতাড়ি জ্বালামুখ সামলাও!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

শরতের পূর্নিমায় একেছিলো চাদ এক মায়াবী জোসনা সে আলোয় ফিকে হয়ে যায় সব গ্রীষ্ম কবিতা। বসন্তে ভালোবাসা হারায় ঝিরিঝিরি দখিনা হাওয়ায় ধূসর চোখে দীর্ঘশ্বাস গুনি ঘন কুয়াশায়। নিরাশার বালুচরে সমাহিত তোমাকে হারাবার বেদনা সময়ের জলছাপ আচড় কাটছে ঋতুদের যাওয়া আসা। বি.দ্র. কবিতা খুব একটা লেখা হয় না। তবু ছন্দ নিয়ে নাড়াচাড়া করি আনমনে অগোচরে। কোথাও শুনেছি যদিওবা,'অসময়ে চলে যাও তবু স্মৃতিগুলো ধরা দেবে নিয়মিত ছন্দে, মনে পড়বে তোমাকে কখনো হাসি আনন্দে।' এটাই বা কম কি অচ্ছুৎ নিরাশার বুকে এতটুকু আশা- প্রেরনা বেচে থাকার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.